পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । 8ᎼᎼ রাজ্যশাসনের নানা রূপ বন্দোবস্ত করিয়া মুজ খাঁ বঙ্গরাজ্যের রাজস্ব বন্দোবস্তের চেষ্টা করেন । মুজ। এর বteখতিনি জমীদারদিগকে কারামুক্ত করিয়া বন্দোবস্ত । তাহাদের করভারের লাঘব করিয়াছিলেন, ইহা পূৰ্ব্বে উক্ত হইয়াছে। এক্ষণে তিনি কুলী খণর জমা কামেল তুমারীর সংশোধন করিয়া বাঙ্গলার জমীদারী বন্দোবস্ত স্থায়ী করিতে কৃতসংকল্প হইলেন। যদিও তাহাকে খালসার রাজস্বের সামান্ত পরিমাণে লাঘব করিতে হইয়া ছিল, তথাপি তিনি জায়গীর ভূমির রাজস্ব সমভাবে রাখিয়া ও আব ওয়াবের সংখ্যা বৃদ্ধি করিয়া কুলী খার সময় অপেক্ষ বরঞ্চ বঙ্গরাজ্যের আয় বৃদ্ধিই করিয়াছিলেন। কুলী খাঁর সময়ে খালসার রাজস্ব ১,০৯, ৬০, ৭০৯ ও জায়গীর ভূমির ৩৩, ২৭, ৪৭৭ টাকা মাত্র ছিল। র্তাহার মোট রাজস্ব ১, ৪২, ৮৮, ১৮৬ টাকায় আবওয়াব থাসনবিলী ২,৫৮, ৮৫৭ টাকা যুক্ত হইয়া ১, ৪৫, ৪৭, ০৪৩ টাকা আয় নির্দিষ্ট হয়। কিন্তু সুজা খার খালসার রাজস্বের কেবল ৪২, ৬২৫ টাকা লাঘব করিয়া ১,০৯,১৮,০৮৪ টাকা খালসার ও কুলী খার সময়ের ৩৩, ২৭, ৪৭৭ টাকা জায়গীর জমা নির্দিষ্ট করিয়া ১, ৪২, ৪৫, ৫৬১ টাকা ভূমির রাজস্ব স্থির করেন। কিন্তু তাহার সময়ে চারিট আবওয়াব বৃদ্ধি হইয় তাহ হইতে ১৯, ১৪, ১৯৫ টাকা আয় হইত। ইহার সহিত কুলী খাঁর খাসনবিসী যুক্ত হইয়া কেবল আবওয়াব হইতেই ২১, ৭২,৯৫২ টাকা আয় হইতে দেখা যায়। সুতরাং সুজা খার সময়ে বঙ্গরাজ্যের সম্পূর্ণ আয় ১, ৬৪, ১৮, ৫১৩ টাকা হইয়া উঠে। তাছা হইলে কুলী খাঁর সসয় অপেক্ষ মুজ খাঁর সময়ে প্রায় ১৯ লক্ষ টাকা আয় বৰ্দ্ধিত হইয়াছিল বলিয়া জানা যাইতেছে। মুজ খাঁ। আবওয়াবের সংখ্যা বৰ্দ্ধিত করিলেও র্তাহার সদ্ব্যবহারের