পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতারণিক । \లి বিশ্বাসঘাতকায় আপনার প্রধান প্রধান কৰ্ম্মচারীসহ নিহত হন । সাহুর একমাত্র পুত্র প্রাণত্যাগ করায় পেশওয়া ১৭৪৯ খৃষ্টাব্দে লাহর মৃত্যুর পূর্কে তাহার নিকট হইতে এক নিয়োগপত্র লিখাইয় লন। তাহাতে তারাবাইএর পৌত্র, শিবাজীর পুত্ররামরাজাকে ভাবী উত্তরাধিকারী নির্দেশ, পেশওয়ার উপর সমস্ত রাজ্যশাসনের ভারাপণ,এবং কোলাপুর স্বাধীন রাজ্য বলিয়া স্বীকার করা হয়। লাহুর জীবনাবসান হইতে ন হইতে পেশওয়ার প্রেরিত এক দল আশ্বারোহী সেতারায় উপস্থিত হইয়া পেশওয়ার প্রতিদ্বন্দী প্রতিনিধিকে বন্দী করিয়া একটা দুৰ্ববৰ্ত্তী পাৰ্ব্বত্য দুর্গে প্রেরণ করেন। সাহুর মৃত্যুর পর রঘুজী ভোসেলার সহিত পেশওয়ার মিলন সংঘটিত হয়, এবং সেই সময়ে পেশওয়ার আদেশানুসারে পুনা মহারাষ্ট্রীয়দিগের রাজধানী হইয়া উঠে । এই সময়ে সমস্ত ভারতবর্ষে বিষম রাজনৈতিক বিপ্লব উপস্থিত হয়। আমেদ আবদালী ভারতাক্রমণ করিয়া বসেন। রোহিল্লারা যারপরনাই উপদ্রব আরম্ভ করে, তাহাদের দমনের জন্ত অযোধ্যার নবাবের সাহায্যার্থে হোলকার ও সিন্ধিয়া যাত্র করেন। এ দিকে হায়দরাবাদ ও কর্ণাটে গৃহবিবাদ উপস্থিত হয়। সেই সময় হইতে ইংরাজ ও ফরাসীদিগের ক্ষমতা দাক্ষিণাত্যে দিন দিন প্রবল হইতে থাকে ॥ পেশওয়া ইংরাজদিগের সাহায্যে আঙ্কিয়ারাজ্যের কিয়দংশ অধিকার করিয়া বসেন । ১৭৫৬ খৃষ্টাব্দে তাহার সছিত বোম্বাই গৰণমেন্টের পুনৰ্ব্বার এক সন্ধি স্থাপিত হয়, তাহাতে ওলন্দাজদিগকে মহারাষ্ট্ররাজ্যে বাণিজ্য করিতে বাধা দেওয়া হয় । এই সময়ে দাক্ষিণত্যের প্রধান মুসন্মান বীর হায়দর আলির প্রাচুর্ভাব হয়। হায়দর মহীশূরের হিন্দুরাজবংশের নিকট হইতে বলপূর্বক সিংহাসন