পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( е е মুর্শিদাবাদের ইতিহাস । অবস্থিত ছিল। ২২ পরগণায় ৩, ৬৬, ৫০৯ টাকা জমা বন্দোবস্ত হয়। ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর সুতানট, গোবিন্দপুর, কলিকাতা ও 's তাহার নিকটস্থ ক্ষুদ্র ক্ষুদ্র জমীদারগণের কলিকাতা । কতকগুলি তালুক লইয়৷ কলিকাত জমীদারীর বন্দোবস্ত হয়। চাকলা হুগলী বা সাতগার মধ্যে এই জমীদারী অবস্থিত ছিল। পরবর্তী কালে এই সমগ্র জমীদারীর ২৪টা পরগণা ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর হস্তে আইসে, এবং লর্ড ক্লাইবের জায়গীররূপে নির্দিষ্ট হয়। কলিকাতা, মদনমল, মাগুরা, মুড়াগাছ, গড়িয়াগড়, পাইকান, কিসমৎ আমীরাবাদ প্রভৃতি পরগণ এই - জমীদারীর অন্তর্গত ছিল। ২৭ পরগণায় ২,২২,৯৫৮ টাকা জমা ধাৰ্য্য হয় । বিষ্ণুপুর জমীদারী বৰ্দ্ধমান চাকলার অন্তর্গত ছিল । বিষ্ণুপুর* রাজগণ এক রূপ স্বাধীন ভাবেই অবস্থিতি বিষ্ণুপুর। করিতেন। কেবল মোগল বাদসাহদিগের বগুত স্বীকার করিয়া তাহাদিগকে সামান্ত নজরানা বা পেস্কশ মাত্র প্রদান করিতে হইত। মুসল্মান-বিজয়ের বহু পূৰ্ব্ব হইতে র্তাহার আপনাদিগের রাজ্যের স্বাধীন অধীশ্বর ছিলেন। পাঠানের কখনও তাহাদিগকে সম্পূর্ণ রূপে বশে আনয়ন করিতে পারেন নাই, মোগলেরাও কখন তাহদের স্বাধীনতার প্রতি বিশেষ রূপ হস্তক্ষেপ করেন নাই। রাজপুত ক্ষত্রিয়বংশীয় রঘুনাথ বা আদিমল্ল এই বংশের আদিপুরুষ। তিনি মুসন্মান-অধিকারের প্রায় ৩ শত বৎসর পূর্বে বিদ্যমান ছিলেন বলিয়া শ্রত হওয়া যায়। .বিষ্ণুপুররাজ বীর হাম্বীর শ্ৰীনিবাসাচার্য্যের উপদেশে বৈষ্ণব ধৰ্ম্ম অবলম্বন করিয়াছিলেন।