পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । ( e ) র্তাহার দ্বিতীয় পুত্র রঘুনাথ সিংহ প্রথমে সিংহ উপাধি প্রাপ্ত হন বলিয়। কথিত হইয়া থাকে। আকবর বাদসাহ কর্তৃক বঙ্গরাজ্য অধিকৃত হইলে, ক্রমে বিষ্ণুপুররাজগণ মোগলের বগুতা স্বীকার ও সামুজার সময় হইতে তাহারা সামান্ত রূপ নজরানা বা পেস্কশ যথারীতি প্রদান করিতে আরম্ভ করেন। মুর্শিদকুলীর রাজত্বের প্রারম্ভে রাজা হর্জন সিংহ বর্তমান ছিলেন। কুলী খাঁ তাহারই সহিত প্রথমে বিষ্ণুপুরের বন্দোবস্ত করেন, এবং ফসলী ১১১২ বা ১৭০৭-৮ খৃঃ অব্দে তাহার নাম প্রথমে খালসা সেরেস্তায় লিখিত হইয়াছিল । দুর্জন সিংহের পুত্র গোপাল সিংহের সহিত ইহার নূতন বন্দোবস্ত হয়। বিষ্ণুপুর ও সেরপুর ২ পরগণার ১, ২৯, ৮০৩ টাকা জমা বন্দোবস্ত হইয়াছিল। ইস্তফপুর বা যশোহর জমীদারীর অধিকাংশ যশোহর চাকলায় ও কতকাংশ হুগলী চাকলায় অবস্থিত ছিল। kr খৃষ্টীয় ষোড়শ শতাব্দীতে উত্তররাঢ়ীয় কায়স্থ- ইস্তফপুর । বংশীয় ভবেশ্বর রায় দিল্লীর সেনাপতির অধীনে সেনানীর কার্য্য করিয়া সৈদপুর প্রভৃতি পরগণার জমীদারী লাভ করেন। ভবেশ্বরের পুত্র মহাতপরায় প্রতাপাদিত্যের বিরূদ্ধে মানসিংহকে সাহায্য করিয়াছিলেন। মহাতপের প্রপৌত্র কৃষ্ণরাম রায়কে কুলী খ ইমুফপুর বা যশোহর জমীদারীর সনন্দ প্রদান করেন। ইস্তফপুরের জমীদারেরা এক্ষণে চাচড়ার রাজা নামে প্রসিদ্ধ। ইস্তফপুর জমীদারীতে যশোহর চাকলার সৈদপুর, ইম্ফপুর, নলসী, জাগুলিয়া, দাতিয়া, বাজিতপুর, ভেলা প্রভৃতি ও হুগলী চাকলার ধূলিয়াপুর প্রভৃতি পরগণা অন্তর্নিবিষ্ট হয়। তাহার ২৩ পরগণায় ১, ৮৭, ৭৫৪ টাকা জমা বন্দোবস্ত হইয়াছিল।