পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । G ס\ס বাঙ্গালার প্রধান প্রধান জমীদারীর কিছু কিছু ভূমি লইয় রুকুণপুর জমাদারী গঠিত হইয়াছিল। এই Συ জন্ত বাঙ্গালার বহুদূর ব্যাপিয়া ইহা বিস্তৃত হয়। রুকুশপুর। ইহার আয়তনও নিতান্ত ক্ষুদ্র ছিল না, এবং সমগ্র জমীদারীই উৰ্ব্বর ভূখণ্ডে পরিপূর্ণ ছিল। বাঙ্গালার প্রধান ও প্রথম কাননগোগণকে রম্নমস্বরূপ এই জমীদারী প্রদান করা হয়। পূৰ্ব্বে উক্ত হইয়াছে যে, কাটোয়ার নিকটস্থ খাজুরডিহির উত্তররাঢ়ীয় কায়স্থ মিত্রবংশসস্তৃত ভগবান রায় এই বংশের প্রথম কাননগো নিযুক্ত হন। এই কাননগোবংশীয়গণের মতে ভগবান আকবর বাদসাহের সময়ে কাননগো পদে নিযুক্ত হইয়াছিলেন, কিন্তু সাম্লজার সময়ে তাহার নিয়োগ হয় বলিয়। অনুমান হইয়া থাকে। ভগবানের পর তাহার ভ্রাতা বঙ্গবিনোদ, পরে ভগবানের পুত্র হরিনারায়ণ কাননগোর পদ প্রাপ্ত হইয়াছিলেন । ইহারা বাদসাহদরবার হইতে “বঙ্গাধিকারী’ উপাধি লাভ করেন। হরিনারায়ণের সময়ে বাদসাহ আরঙ্গজেব এই কাননগো পদ দুই ভাগে বিভক্ত করিয়া অৰ্দ্ধাংশ হরিনারায়ণকে ও অপরাদ্ধাংশ দেবকীসিংহের পুত্র রামজীবনকে প্রদান করেন । তদবধি বঙ্গাধিকারিগণ অৰ্দ্ধাংশ কাননগোর পদ লাভ করিয়া আসিতেছিলেন। কিন্তু তাহারা প্রথম কাননগো বলিয়া অভিহিত হইতেন । হরিনারায়ণের পুত্র দপনারায়ণ কুলী খাঁর সময়ে প্রথম কাননগোর পদে নিযুক্ত ছিলেন। পরে খালসার পেস্কারী পদ লাভ করিয়া কুলী খার আদেশে বন্দী ও গতাম হইলে, তাহার পুত্র শিবনারায়ণকে রুকুণপুর জমীদারী প্রদান করা হয়। সুজা খার সময়ে শিবনারায়ণ কাননগোর পদও লাভ করেন, এবং তাহার সহিত জমীদারীর রীতিমত বন্দোবস্ত