পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুর্শিদাবাদের ইতিহাস । שסי কাড়িয়া লন। মোগলের মহারাষ্ট্রীয়গণের সহিত যুদ্ধ আরম্ভ করে। সদাশিবরাও ভাও নামক এক জন প্রসিদ্ধ মহারাষ্ট্রীয় বীর পেশওয়ার মন্ত্রিত্ব প্রাপ্ত হন। র্তাহার অসীম প্রতাপ ও কাৰ্য্যদক্ষত মহারাষ্ট্রীয়দিগকে অত্যন্ত দুৰ্দ্ধৰ্ষ করিয়া তুলে। বালাজী বাজীরাওএর ভ্রাত রঘুনাথরাও বা রাঘব হোলকার ও সিন্ধিয়ার সাহায্যে উজীর গাজী উদ্দীন, বাদসাহ আলমগীর ও আমীর-উল-ওমর নজীব উদ্দৌলাকে পরাভব করিতে চেষ্টা করেন। রঘুনাথরাও আফগানদিগের হস্ত হইতে ১৭৫৮ খৃষ্টাব্দে মুলতান ও লাহোর কাড়িয়া লন । আমেদ আবদালী সেই সময়ে ভারতবর্ষে আসিয়া মুলতান ও লাহোর পুনরাধিকারের পর সিন্ধিয়ারাজ্যে গোলযোগ উপস্থিত করেন ; দত্তজী ও জুতেবা সিন্ধিয়া নিহত হন। হোলকারের সৈন্তও আফগানগণকর্তৃক পরাভূত হয়। আফগানগণের অত্যাচার দমন করার জন্ত সদাশিবরাও ভাও দাক্ষিণাত্য হইতে হিন্দুস্থানে যাত্রা করেন। তিনি বহুসংখ্যক সৈন্ত সমভিব্যাহারে দিল্লীতে উপস্থিত হইয়া উক্ত নগর অধিকার করিয়া বসেন। গাজী উদ্দীনের ষড়যন্ত্রে সম্রাট আলমৃগীর নিহত হওয়ায়, তাহার পৌত্র জোয়ানবক্তকে দিল্লীর সিংহাসনে স্থাপিত করা হয়। দিল্লীর সিংহাসন মহারাষ্ট্রীয়দিগের করায়ত্ত হইয়া উঠে, এবং দিল্লী নগরীতে মহারাষ্ট্রীয়-পতাকা উড্ডীন হয় । ইহার পর পানিপথ ক্ষেত্রে ১৭৬১ খৃষ্টাব্দের জানুয়ারি মাসে আমেদ আবদালীর অধীন আফগানদিগের সহিত মহারাষ্ট্ৰীয়গণের ভীষণ সংগ্রাম উপস্থিত হয়। এই যুদ্ধে ভারতবর্ষের অনেক সর্দার আফগানদিগের সহিত যোগদান করিয়াছিলেন। র্তাহাদের মধ্যে সুজাউদ্দৌলা ও নজীব উদ্দৌলা প্রভৃতি গ্ৰধান। আমেদ সার অধীন.৪°,••• আফগান