পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6. У о মুর্শিদাবাদের ইতিহাস । সাজাহানের রাজত্বকালে কোচবিহার রাজ্য হইতে যে সমস্ত 為ー ভূভাগ অধিকৃত হইয়া সরকার কোচবিহার ফৰীৱকুণ্ডী । নাম প্রাপ্ত হইয়াছিল, সেই সমস্ত ভূভাগ ও সরকার বাজুয়ার অন্তর্গত কুণ্ডী প্রভৃতি পরগণা লইয়া চাকলা ঘোড়াঘাটের অন্তর্গত ফকীরকুঞ্জ বা রঙ্গপুর জমীদারী গঠিত হয়। এই জমীদারীতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র তালুক অন্তর্নিবিষ্ট হইয়াছিল। রঙ্গপুর প্রদেশে মোট রেশম, অহিফেন, তামাক, গুড় ও অপৰ্য্যাপ্ত পরিমাণে ধান্তাদি শস্ত উৎপন্ন হইত। জায়গীর বাদে ২৪৪ পরগণায় ২,৩৯,১২৩ টাকা জমা বন্দোবস্ত হয় । গঙ্গার পশ্চিম তীরে রাজমহল ও তাহার প্রসিদ্ধ পরগণা কাক23 জোল লইয়া কাকজোল বা রাজমহল জমীকাকজোল। দারীর গঠন হইয়াছিল। বিহারের প্রান্তসীমাস্থিত তেলিয়াগড়ী ও শকরৗগলি প্রভৃতি বাঙ্গলার দ্বারস্বরূপ পাৰ্ব্বত্য স্থান ইহার অন্তর্গত হওয়ায়, কাকজোল জমীদার কথঞ্চিৎ প্রাধান্ত লাভ করে। রাজমহল বা আকবর-নগরের ফৌজদার ইহার প্রতি বিশেষ রূপ দৃষ্টি রাখিতেন। স্বজা খার সময় আলিবর্দী খাঁ রাজমহলের ফৌজদার নিযুক্ত হন। কাকজোল জমীদারী কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র তালুকে বিভক্ত ছিল। জায়গীর বাদে ১ • পরগণায় ৭৪,৩১৭ টাকা জমা ধাৰ্য্য হয়। উড়িষ্যা হইতে খারিজী সরকার গোয়ালপাড়া এবং জ্বালামুঠ ૨o দরোজমান, স্বজামুঠ,মহিষাদল প্রভৃতি পরগণা, তমলুক । ও হিজলী বিভাগের সমস্ত খালসা ভূমি ও নিমক মহাল লইয়া জমীদার তমলুকের সৃষ্টি হয়। খৃষ্টীয় ষোড়শ শতাব্দীর প্রারম্ভে জনাৰ্দ্দন উপাধ্যায় প্রথমে মহিষাদল প্রভৃতির জমী