পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ R মুর্শিদাবাদের ইতিহাস । উড়িষ্যার প্রান্তভাগে চাকলা বন্দর বালেশ্বরের অন্তর্গত স্থহেন্ত । ఇరి প্রভৃতি কতিপয় পরগণায় ৯২,৮৭৫ টাকা ও স্বহেস্ত প্রভূতি । আসামের প্রাস্তস্থিত চাকলা কড়াইবাড়ীর অন্তর্গত কুন্তাঘাট প্রভৃতির জমা লইয়া মুহেন্ত প্রভূতি একটা স্বতন্ত্র জমীদারীর স্বষ্টি হয়। উক্ত জমীদারীর ২৮ পরগণায় ১,২৯,৪৫০ টাকা জমা ধাৰ্য্য হইয়াছিল। ঢাকার সাবন্দর ব্যতীত অন্তান্ত স্থানের শুল্ক প্রভৃতি হইতে যে 8 আয় হইত, তাহ সায়র জমা নামে অভিহিত স{য়র মহাল । হইয়া তিন ভাগে বিভক্ত হয়। তন্মধ্যে (>) চুণাখালি; মুর্শিদাবাদ সহরে ও তাহার নিকটে, তলস্থ জমীর খাজান বাদে ঘর বাড়ী, দোকান, বাজার প্রভূতির কর, আবকারীর আয় ও রেশম ও কাপাস বস্ত্র প্রভৃতির ক্রয় বিক্রয়ের শুন্ধের ৩,১১,৬০৩ টাকা জমা বন্দোবস্ত হয়। বাঙ্গলা ১১৩০ সাল হইতে ঐ জমা ধাৰ্য্য হইয়াছিল। (২) বক্স বন্দর বা হুগলী ; চাকলা সাতগার অন্তর্গত ইউরোপীয় কুঠীসমুহের নিকটস্থ ৩৭টা বাজার ও গঞ্জের জমীর খাজানা ও হুগলী বন্দর দিয়া যে সমস্ত মালপত্র যাতায়াত করিত, তাহার শুল্কের আয় ৩,৪২,৭-৮টাকা হইতে পূর্বোল্লিখিত কলিকাতার নির্দিষ্ট আয় ৪৪,৭৬৭ টাকা বাদ দিয়া ২,৯৭,৯৪১ টাকা জমা নির্দিষ্ট হয়। (৩) মুর্শিদাবাদের টাকশালের আয় ৩,০৪,১০৩ টাকাও এই মহালের অন্তভূত হইতে দেখা যায়। সমুদয় সায়র মহালে ৩ পরগণায় ৯,১৩,৬৪৭ টাকা জমা ধাৰ্য্য হইয়াছিল। এই কয়টা প্রধান মহাল ব্যতীত বাঙ্গলার সর্বত্র যে সমস্ত ক্ষুদ্র ২a , ক্ষুদ্র পরগণা ভিন্ন ভিন্ন জমীদারের সহিত বন্দোমসকুরী তালুক। বস্ত ছিল, তাহাদিগকে ২১ ভাগ করিয়া মসকুরী