পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । dמא צ মহালের স্বষ্টি হয়। নিম্নে সেই ২১ ভাগের বিবরণ প্রদত্ত হইতেছে । (১) বহুরুল ; সরকার সরীফাবাদের অন্তর্গত এই জমীদারীর ১৩ পরগণা ১১৩৫ সালে রামকৃষ্ণের সহিত ২,৪১,৩৯৭ টাকায় বন্দোবস্ত ছিল বলিয়া জানা যায়। কিন্তু পরে তাহ ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত হইয় অধিকাংশই রাজসাহী জমীদারীর অন্তভূক্ত হইয়াছিল। (২) মণ্ডলঘাট ; সরকার সাতগার মধ্যস্থ মণ্ডলঘাট জমীদারীর ৫ পরগণা ১,৪৬, ২৬১ টাকায় রাধানাথের সহিত বন্দোবস্ত হয়, পরে তাহ বৰ্দ্ধমান জমীদারীর সহিত মিশিয়া যায়। (৩) আর্ষ ; এই জমীদারীও সরকার সাতগার অন্তর্গত। ইহার কতকাংশ রঘুদেবের সহিত বন্দোবস্ত হইয়াছিল, কিন্তু পরিশেষে ইহাও বৰ্দ্ধমান জমীদারীর অন্ত ভূক্ত হয়। ১১ পরগণায় ১,২৫,৩৫১ টাকা জমা ধাৰ্য্য হইয়াছিল। (৪) চুণাখালি জমীদারী ; ইহাতে সহর মুর্শিদাবাদ অবস্থিত ছিল । ইহার অধিকাংশ ভূভাগ পরে খাস তালুক হয়, ও কতকাংশ রাজ সাহী জমীদারীর অন্তৰ্ভূক্ত হইয়াছিল। উক্ত জমীদারী পরিশেষে আননাচাদ, উদয়ৰ্চাদ, গোলাপচাদ ও খোসালসিংহের মধ্যে বিভক্ত হয় ; ৩ পরগণায় ৯৫,৪০৭ টাকা জমা বন্দোবস্ত দেখা যায়। (৫) আসাদনগর ও মহলন্দী প্রভৃতি ; সরকার সরীফাবাদের অন্তর্গত এই জমীদারীর কতকাংশ রাজসাহীর অন্তর্নিবিষ্ট হইয়াছিল। অবশিষ্টাংশ ৩ পরগণায় ৬২,৭৯৮ টাকায় বন্দোবস্ত হয়। (৬) জাহাঙ্গীরপুর প্রভৃতি ; এই জমীদারী চাকলা ঘোড়াঘাটের অন্তর্গত ছিল। এক্ষণে ইহারই জমীদারের দিনাজপুরের অন্তর্গত মহাদেবপুরের জমীদার নামে অভিহিত হইয়া থাকেন। এইরূপ কথিত হয় যে, ব্রাহ্মণবংশীয় নয়নচাদ চৌধুরী প্রথমে বাদসাহ জাহাঙ্গীরের নিকট হইতে জাহাঙ্গীরপুরের জমীদারী লাভ করেন। ১১৩৫ সালে