পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতারণিকা । ૭૧ ও পারসীক, ১৩,০০০ ভারতবর্ষীয় অশ্বারোহী, ৩৮,০০০ ভারতবর্ষীয় পদাতিক সৈন্ত ও ৩০ট এবং কাহারও কাহারও মতে ৭০টা কামান ছিল । সদাশিবরাওএর অধীন ৭০,০০০ অশ্বারোহী ১৫,০০০ পদাতিক ও অন্যান্ত সৈন্য ও অনুচরাদি সহ প্রায় ৩ লক্ষ লোক যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়। মহারাষ্ট্রীয়দিগের সহিত ২০০ কামান থাকার উল্লেখ দেখা যায়। যুদ্ধারস্তের প্রথমে মহারাষ্ট্রীয় সেনাপতি গোবিন্দ পস্ত আবদালীর কৰ্ম্মচারী আতাই খাকর্তৃক নিহত হন। তাহার পর উভয় পক্ষের কয়েকটা সামান্ত যুদ্ধ হয়। মহারাষ্ট্ৰীয়েরা অত্যন্ত উৎসাহসহকারে তিন বার আফগানদিগকে আক্রমণ করিয়াছিল। এই সময়ে উভয় পক্ষের মধ্যে একবার সন্ধির প্রস্তাব হয়, কিন্তু আমেদের সাহায্যকারী ভারতবর্ষীয় সর্দারগণ সন্মত না হওয়ায় তাহ কাৰ্য্যে পরিণত হয় নাই । ৬ই জানুয়ারি উভয় পক্ষে ঘোরতর যুদ্ধ আরম্ভ হয়। মহারাষ্ট্রীয়দিগের কৰ্ম্মচারী ইব্রাহিম খাঁ গাদি প্রথমতঃ যুদ্ধারম্ভ করেন। র্তাহার আক্রমণে আবদালীর অধীনস্থ রোহিলাগণের অনেকে নিহত হয় । আবদালীর উজীর সদাশিবরাও ও বিশ্বাসরাওকর্তৃক আক্রাস্ত হন । আতাই খা এই আক্রমণে জীবন বিসর্জন দেন, এবং উজীরের সৈন্তের পলায়ন করিতে আরম্ভ করে ; তিনি অশ্ব হইতে অবতীর্ণ হইয়া যুদ্ধে প্রবৃত্ত হন, ও সুজা-উদ্দৌলার সাহায্যপ্রার্থনা করেন। কিন্তু মুজা-উদ্দৌল অগ্রসর হইতে সাহসী হন নাই। সেই সময়ে আমেদ সা আপনার সৈন্যদিগকে উৎসাহিত করিয়৷ সবেগে অগ্রসর হইয়া মহারাষ্ট্রীয়দিগের উপর নিপতিত হন। মহরাষ্ট্রীয়গণ র্তাহার আক্রমণ অসহ বিবেচনা করিয়া পলায়ন করিতে আরম্ভ করে। সদাশিবরাও ও বিশ্বাসরাও ঘোরতর