পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । 《》 ঐ সমস্ত জমীদারী তালুকদারী প্রভৃতি ব্যতীত সমগ্র স্বৰায় যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র পরগণার অংশ ও মৌজা ছিল, তাহাদিগকে একত্র করিলে ৮ পরগণায় বিভক্ত হইতে পারিত, এবং তাহদের মোট জম ৪৮,৯৯২ টাকায় বন্দোবস্ত ছিল। সুতরাং সমগ্র মসকুরী মহলে ১৩৬ পরগণা ও ৭,৮৫,২০১ টাকা জমা নির্দিষ্ট হয়। তাহা হইলে মুজা খার সময়ে সমস্ত খালসা ভূমি ২৫ ভাগে এহতিমামবন্দী হইয়া ১২৫৬ পরগণায় বিভক্ত ও ১,০৯,১৮,০৮৪ টাকা তাহার জমা বন্দোবস্ত হইয়াছিল বলিয়া জানা যাইতেছে। নিম্নে জায়গীর বনোবস্তের কথা উল্লিখিত হইতেছে। পূৰ্ব্বোক্ত খালসা জমা ব্যতীত বঙ্গরাজ্যের স্থানে স্থানে জায়গীর ভূমি নির্দেশ করিয়া তাহার আয় হইতে নাজিমী, দেওয়ানী ও সৈনিক বিভাগের ব্যয় নির্বাহ হইত। পূৰ্ব্বে বঙ্গদেশে কিছু অধিক পরিমাণে জায়গীর ভূমি নির্দিষ্ট হইয়াছিল। কুলী খাঁ তাহার লাঘব করিয়া উড়িষ্যাতে অনেক জমী তজন্ত নির্দেশ করিয়া দেন। তথাপি বাঙ্গলায় তাহার সময়ে জায়গীর ভূমি হইতে ৩৩,২৭,৪৭৭ টাকা আয় হইত। উক্ত জায়গীর ভূমি ১৩ ভাগে বিভক্ত হইয়াছিল । সুজা খাঁ তাহার জমা সংশোধন না করিয়া কিছু কিছু নুতন বন্দোবস্ত করিয়াছিলেন। তাহার সময়ে ১৩ ভাগে বিভক্ত জায়গীরের জন্য ৪০৪ পরগণায় উক্ত ৩৩,২৭,৪৭৭ টাকাই জমা বন্দোবস্ত ছিল। কোন বিভাগে কত পরগণা ও জমা ছিল আমরা নিমে.তাহার উল্লেখ করিতেছি। বাঙ্গলা বিহার ও উড়িষ্যার নবাব নাজিম বা সুবাদারের ও তাহার, খাস কৰ্ম্মচারিবর্গের এবং নিজামত y আদালত প্রভৃতির ব্যয় নিৰ্ব্বাহাৰ্থ সরকার সরকার আলি। জায়গীর বন্দোবস্ত ।