পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । (t':సి বাদসাহের বক্সী বা প্রধান সেনাপতির ব্যয় নিৰ্ব্বাহার্থে আমীর উল-ওমর বক্সী জায়গীরের স্বষ্টি হইয়াছিল। w9 এই সময়ে সামমূল উদ্দৌলা খ দুরান প্রধান আমীর উল-ওমরাবল্পী। সেনাপতির পদে নিযুক্ত ছিলেন। তাহার বঙ্গদেশস্থ প্রতিনিধি মোসাফের খ ও আসরফ খার প্রতি উক্ত জায়গীরের আয়গ্রহণের আদেশ ছিল। ৬,৫• • সৈন্তের ও ২,৬৫• অশ্বারোহীর ব্যয় ইহার অন্তৰ্ভুক্ত। বাঙ্গলার বা দ্বীপে ঢাকা, শলহাট, কড়াইবাড়ী প্রভৃতি স্থানে এই জায়গীর অবস্থিত ছিল। পূৰ্ব্বে ৬৩ পরগণা বা কিসমত হইতে রকমী জমায় ৩,৩৭,৫০০ টাকা আয় দৃষ্ট হইত। কিন্তু নূতন বন্দোবস্তে ১৮ পরগণায় ২,২৫,০০০ টাকা জমা স্থির হয় । বাঙ্গলার:৫টী সীমান্ত প্রদেশের নিজামতের প্রতিনিধি নায়েব নাজিম ও ফৌজদারের বায়ের জন্য জায়গীর 魏 ফৌজদারা নির্দিষ্ট হয়। যথাক্রমে সেই ৫টা জায় কোরান। গীরের উল্লেখ করা যাইতেছে। (১) ঢাকার নায়েব সুবেদারী ; নায়েব সুবেদারের প্রতি থানাজাত অর্থাৎ প্রাদেশিক দুর্গস্থিত সেনাগণের, তোপখানার গোলন্দাজ সৈন্তগণের ও নাওয়াড় বা নীে বিভাগের কর্তৃত্বের ও অন্তান্ত শাসনকাৰ্য্যের ভার অর্পিত ছিল। এই সময়ে মুজ উদ্দীনের জামাত দ্বিতীয় মুর্শিদকুলী খাঁ ঢাকার নায়েব নাজিম পদে প্রতিষ্ঠিত ছিলেন। পূৰ্ব্বে ৬০ পরগণায় রকমী জমায় ২,৪৭৫টাকা লিখিত ছিল। কিন্তু নুতন বন্দোবস্তে ১১ পরগণায় ১,••,১৪৫ টাকা ধাৰ্য্য হয়। (২) শীলহাটের ফৌজদারী ; এই সময়ে সমসের খাঁ ও র্তাহার অধীনে আরও ৪ জন সীমান্ত প্রদেশ রক্ষার জন্ত নিযুক্ত ছিলেন। পূৰ্ব্বে রকমী জমায় ৪৩,০০০ টাকা ইহার আয় লিখিত ছিল। কিন্তু নুতন বন্দোবস্তে ৪৮ পরগণায় ১,৭৯,১৬৬ টাকা