পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২২ মুর্শিদাবাদের ইতিহাস । এক জনমাত্র মোল্লাকে বার্ষিক বৃত্তি প্রদানের জন্য জায়গীর 30 রুজিয়ানারান নির্দিষ্ট হইয়াছিল। এই জায়গীর ক্লজিয়ানাৰান। একটা সামান্য তালুকমাত্র। লস্করপুর জমীদারীর মধ্যে ইহা অবস্থিত ছিল। ৩৩৭ টাকামাত্র ইহার জমা নির্দিষ্ট হয়। মগ ও অন্যান্ত বিদেশীয় জলদস্থ্যগণের উপদ্রব হইতে উপকুল - 33 ভাগকে রক্ষা করার জন্য আমলে নাওয়াড়ার আমলে নাওয়াড়। স্বষ্টি হয়। ৭৬৮ খানি ছোট বড় নৌকা অস্ত্রাদিতে সজ্জিত হইয়া সাধারণতঃ ঢাকায় অবস্থিতি করিত। উক্ত নৌকাসমূহের পরিচালনের জন্য ৯২৩ জন ফিরিঙ্গী নিযুক্ত ছিল। ইহাদের জন্য ২৯,২৮২ টাকা মাসিক ব্যয় হইত। ইহার সহিত নুতন নৌকা প্রস্তুতের ও পুরাতন নৌকার সংস্কারাদির ব্যয় যুক্ত হইয়া প্রথমে ৮,৪৩,৪৫২টাক উক্ত বিভাগের বার্ষিক ব্যয়ের জন্য নির্দিষ্ট হইয়াছিল। ১১২ট পরগণা ও কিসমতের আয় হইতে ইহার ব্যয়নিৰ্ব্বাহার্থে অর্থ গৃহীত হইত। তন্মধ্যে ৯৯টা পরগণা বা পঞ্চমাংশের চারি অংশ একমাত্র ঢাকা চাকলার মধ্যে অবস্থিত ছিল। অবশিষ্টাংশের প্রায় সমস্তই শীলহাট প্রদেশের অন্তর্গত বলিয়া জানা যায়। উক্ত প্রদেশদ্বয়ের উর্বর ভূমিখণ্ডসমূহ এই জায়গীরের জন্য নির্দিষ্ট হইয়াছিল। ইহার জমার মধ্যে ৫০,৪৩৩ টাক সীমান্ত প্রদেশের জমীদার প্রভৃতির নিকট হইতে পেস্কশরূপে আদায় করা হইত। নুতন বন্দোবস্তে উক্ত জায়গীর ৫৫ পরগণায় বিভক্ত হইয়া ৭,৭৮,৯৪৫ টাকা জমা ধাৰ্য্য হয়। বাঙ্গলার পূর্বপ্রান্ত রক্ষার জন্য সৈন্যাবাস ও প্রহরী 3 ఫి শালাস্থিত ৮,১১২ জন সৈনিক, প্রহরী ও জামলে জালাম গোলন্দাজের ব্যয়নিৰ্ব্বাহীর্থ আমলে