পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । む、○ আসাম জায়গীর নির্দিষ্ট হয়। তন্মধ্যে সীরাব বা ঢাকার নিম্নস্থ প্রদেশ ও উপকুল রক্ষার জন্য ঢাকা প্রদেশস্থিত ২,৮২০ জনের জন্য বৃহৎ ১৩ পরগণার ১,৩৫,৭৬০ টাকা, ইস্লামাবাদ ব চট্টগ্রামের ৩,৫২২ জনের জন্য ১১৭ কিসমতে ১,৫০,২৫১ টাকা, রাঙ্গামাটা বা কামরূপ প্রদেশের ১৪৭৮ জনের জন্য ৪ বৃহৎ পরগণার ৬৩,০৪৫ টাকা ও শীলহাটের ২৮২ জনের জন্য ৪ পরগণায় ১০,৮২৪ টাকা বন্দোবস্ত হইয়াছিল। এই সমস্ত পরগণাগুলি উক্ত প্রদেশ সমূহেরই অন্তর্গত। সমুদয়ে ৮,১১২ জন লোকের জন্য ১৩৮ পরগণায় ৩,৫৯,১৮০ টাকা জমা নির্দিষ্ট হয় । তৎকালে সরকারের যুদ্ধাদি ও অন্যান্য অনেক কার্য্যের জন্য হস্তীর প্রয়োজন হইত। বঙ্গরাজ্যের মধ্যে ליג ত্রিপুরা ও শীলছাটের পর্বতে ও অরণ্যে অনেক খেদাআকিল। হস্তী বাস করিত। বর্তমান সময়েও উক্ত প্রদেশে অনেক হস্তী থাকিতে দেখা যায়। ঐ সমস্ত হস্তী ধরার ব্যয়ের জন্য ত্রিপুরা ও শীলহাটে খেদা-আ-ফিল জায়গীর নির্দিষ্ট হইয়াছিল। ৪•,১০১ টাকা তাহার জমা বন্দোবস্ত হয়। সুতরাং মুজ খাঁর সময়ে সমস্ত জায়গীর ভূমি ৪০৪ পরগণায় বিভক্ত হইয়া ৩৩,২৭,৪৭৭ টাকা তাহার জমা ধাৰ্য্য হয়। কুলী খার সময়েও জায়গীর ভূমির উক্ত জমাই দেখা যায় । আমরা উপরোক্ত খালসা ও জায়গীর জমা হইতে জানিতে পারি যে, স্বজা খার সময়ে ১৬৬০ পরগণায় > ১,৪২,৪৫,৫৬১ টাকা জমা বন্দোবস্ত হইয়া- আবওয়াব নজनि । द्धि डिनि उशब्र लेभन्न ६ी आंक्- बान नाकबबौ। ভগাব বৃদ্ধি করিয়া ১৯,১৪,০৯৫ টাকা আয় বৃদ্ধি করেন। তাহার