পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qミ8 মুর্শিদাবাদের ইতিহাস । সহিত কুলী খাঁর খাসনবিশী আবওয়াব ২,৫৮,৪৫৭ টাকাও যুক্ত হইয়াছিল। এক্ষণে আমরা তাহার নির্দিষ্ট আবওয়াবের বিবরণ প্রদান করিতেছি। সুজা খার সময়ের প্রথম আবওয়াবের নাম নজরান মোকররী। প্রথমতঃ জমীদারদিগকে সময়ে সময়ে খাজান মখুব, র্তাহাদিগকে নানাপ্রকার অনুগ্রহপ্রদর্শন এবং আমীনের হস্ত হইতে জমীদারীপরিদর্শনের নিস্কৃতিপ্রদানের জন্য এই আবওয়াব প্রচলিত হয়। জমীদারদিগকে যখন এই আবওয়াব প্রদান করিতে হইত, তখন র্তাহারা যে প্রজাদিগের নিকট হইতে ইহ আদায় করিতেন, তাহ অনায়াসেই বুঝা যাইতেছে। এই আবওয়াব পরিশেষে দুইটা প্রসিদ্ধ মুসলমান পৰ্ব্ব ও অন্তান্ত উৎসব উপলক্ষে বাদসাহের নজরানাস্বরূপে দিল্লীতে প্রেরিত হইত। সমস্ত খালসা জমায় প্রায় শতকরা ৬ টাকা অনুপাতে নির্দিষ্ট হইয়া তাহার পরিমাণ ৬,৪৮,০৪০ টাকা স্থির হইয়াছিল। দ্বিতীয় আবওয়াবের নাম জার-মার্থট, জার-মার্থট শব্দে কোন মূল টাকার উপর আনুপাতিক বা হারাহারি বৃদ্ধি জীর-মার্থট । বুঝায়। সুজা খ চারিটী বিষয়ের জন্য খালসা জমার উপর শতকরা প্রায় ১॥০ টাকা কর বৃদ্ধি করিয়া এই আবওয়াব প্রচলন করেন। (১ ) নজর পুণ্যাহ,—প্রতি বৎসর পুণ্যাহের দিবস জমীদারদিগকে আপনাপন জমীদারীতে স্থির থাকার জন্য খালসার কৰ্ম্মচারীদিগকে উপহারস্বরূপ কিছু কর প্রদান করিতে হইত। ( ২ ) ভায়-খেলাত.—উক্ত পুণ্যাহ দিবসে প্রধান প্রধান জমীদারদিগকে আপনাপন জমীদারীতে স্থির রাখার জন্ত সরকার হইতে যে খেলাত বা পরিচ্ছদাদি প্রদত্ত হইত, তাহার মূল্যস্বরূপ উক্ত জমীদারের কিছু কিছু কর প্রদান করিতেন। (৩)