পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । QミQ পোস্তাবন্দী,—লালবাগ ও নিজামত কেল্লার নিকটে নদীতে পোস্তাবন্দীর জন্তও একটা কর নির্দিষ্ট হইয়াছিল। ( s ) রুস্কম নেজারত,—মফঃস্বল হইতে খাজানাদি আনয়নের জন্য নাজির বা প্রধান পদাতিকের খরচ বলিয়া একটা কর প্রচলিত হয় । তাহা পরিশেষে খালসা বিভাগে জমা হইত। এই চারিট বিষয়ের জন্ত ১,৫২, ৭৮৬ টাকা নির্দিষ্ট হইয়াছিল। নাজিম ও দেওয়ানের ফিলখানা বা হস্তিশালাস্থিত যাবতীয় হস্তীর খাদ্য ও অন্তান্ত দ্রব্যাদির ব্যয়ের জন্ত R$ মাথট-ফিলথান প্রচলিত হয়। রুকুনপুর মাথট-লিখাম । জমীদারী ও পূৰ্ব্ব প্রাস্তস্থিত জালালপুর, ত্রিপুর, শীলহাট, এবং উত্তর পশ্চিম ও পশ্চিম প্রান্তস্থিত, পূর্ণিয়া, রাজমহাল, বীরভূম, বিষ্ণুপুর, ও পঞ্চকোট, এই কয় জমীদারী ব্যতীত সমস্ত খালসার জমী হইতে উক্ত কর আদায় হইত। ঐ সমস্ত জমীদারীর আয় বাদ দিলে প্রায় ৮০ লক্ষ টাকা খালসা জমার শতকরা ৪ টাকা হিসাবে ৩,২২,৬৩১ টাকা মাথট-ফিলখানার জন্ত ধাৰ্য্য হয়। নাজিম বা সুবেদারের দ্যায় তাহার আদেশক্রমে ফৌজদারের কিছু কিছু কর বৃদ্ধি করিয়াছিলেন। সেই 8 সমস্ত কর ফৌজদারী আবওয়াব নামে আবওয়াব ফৌজদারী। অভিহিত হয়। ঐ সমস্ত কর ফৌজদারের বিচারকস্বরূপে সাময়িক জরিমানার দ্যায় ব্যক্তিগত সম্পত্তি হইতে আদায় করিতেন না ; কিন্তু তাহারা প্রাদেশিক শাসনকর্তাস্বরূপে জমীদারদিগের জমীর উপর চিরস্থায়ীরূপে উক্ত কর ধাৰ্য্য করেন। ফৌজদারী আবওয়াব সকল স্থলে সমভাবে আদায় হইত না । যে স্থানের