পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । 6:ፃ হইতে २8,०२¢, মামুদসাহী হইতে ১০,৮৬০ ও অন্যান্ত ক্ষুদ্র ক্ষুদ্র ১৯ থান হইতে ৮,৮৪৩ মোট ১,১৫,৭২৮ টাকা আদায় হইত। সুতরাং শীলহাট প্রভৃতির সমগ্র ফৌজদারী আবওয়াব হইতে ৭,৫৪, ৭২০ টাকা আয় দেখা যায়। (২) ঘোড়াঘাটের আবওয়াব ফৌজদারী,—উক্ত চাকলার প্রধান প্রধান জমীদারী ও পরগণা হইতে আবওয়াব ফৌজদারীর জন্য সামান্ত পরিমাণে ১৯,২৭৯ টাকা আদায় হইত। (৩) মুর্শিদাবাদের আবওয়াব ফৌজদারী,—সমগ্র মুর্শিদাবাদ চাকলায় অন্যান্ত ফৌজদারীর ন্তায় কর ও কোন কোন বিষয়ের জরিমানা ও শুল্ক প্রভৃতি লইয়া মুর্শিদাবাদের আবওয়াব ফৌজদারী ১৬,৬৩৯ টাকা নির্দিষ্ট হইয়াছিল। সমগ্র আবওয়াব ফৌজদারীর জন্ত ফৌজদারগণ ৭,৯০,৬৩৮ টাকা আদায় করিতেন । এক্ষণে দেখা যাইতেছে যে, সুজা খাঁ ১৯,১৪,০৯৫ টাকা আবওয়াব প্রচলন করেন এবং তাহার সহিত কুলীৰ্থার খাসনবিশী ২,৫৮, ৮৫৭ টাকা যুক্ত হইয়া স্বজা খার সময়ে ২১,৭২,৯৫২ টাকা আবওয়াব আদায় হইত। অবশু সুজা খা খালস জমার পরিমাণ কিছু অল্প করিয়া জমীদারদিগকে উৎপীড়ন হইতে নিস্কৃতি দিয়াছিলেন সত্য, কিন্তু প্রকারান্তরে এইরূপ অতিরিক্ত করভার জমীদার ও প্রজার উপর প্রদান করা তাহার দ্যায় উদারহৃদয় নবাবের পক্ষে উপযুক্ত কাৰ্য্য হয় নাই বলিয়া আমাদিগকে স্বীকার করিতে হইবে । যাহা হউক, জমীদারের উৎপীড়নের হাত হইতে অব্যাহতি পাওয়ায়, সুজা খার করবৃদ্ধিতে অসন্তুষ্ট হন নাই। তবে নিরীহ প্রজাগণকে অতিরিক্ত করভারের জন্য যে কষ্ট পাইতে হইয়াছিল তাহ অস্বীকার করা যায় না ।