পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায়। سـصحومجوهخحكمصدمه স্বজা উদ্দীন মহম্মদ খা । এই রূপে সকল বিষয়ের সুবন্দোবস্ত করিয়া নবাব মুজ খাঁ আপনার রাজত্বকালকে নিৰ্ব্বিল্প মনে করিতে হয়। উদীনের লাগিলেন। তাহার উদারতা, ছায়পরতা ও আড়ম্বরপ্রিয়তা । স্ববিচারে জনসাধারণ এরূপ প্রত হইয়াছিল যে, নবাব মুর্শিদকুলী খাঁর সময় অপেক্ষ সুজা খার রাজত্বকালে তাহাদিগের স্বন্ধে অধিক পরিমাণে করভার নিপতিত হইলেও তাহার অবনত মস্তকে স্বজা উদ্দীনের আদেশ প্রতিপালন ও মুক্তকণ্ঠে তাহার গৌরব ঘোষণা করিত। এই রূপে সাধারণের অনুরাগ আকর্ষণ করিয়া স্বজা উদ্দীন ক্রমে মন্ত্রিসভার প্রতি শাসনভার অর্পণ ও নিজে আমোদপ্রমোদে জীবনের অবশিষ্টাংশ অতিবাহিত করিতে মনঃস্থ করেন। তিনি দানকার্য্যে ও বিলাসিতায় অজস্র অর্থবৃষ্টি করিতে প্রবৃত্ত হন ও অত্যন্ত আড়ম্বরপ্রিয় হইয়া উঠেন। ধাৰ্ম্মিক ও বিদ্বাদিগকে তিনি অপরিমিত রূপে সাহায্য প্রদান করিতেন, এবং আপনার ভৃত্যবর্গেরপ্রতিও মুক্তহস্ত ছিলেন। জন্মদিবসে তুলা করিয়া স্বর্ণরৌপ্য বিতরণ করা হইত। নবাব হস্তিপৃষ্ঠে নগর প্রদক্ষিণ করিতেন ও সাধারণে অভিবাদন করিলে, র্তাহার