পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(లిపి মুর্শিদাবাদের ইতিহাস। নিয়োগের জন্ত চেষ্টা করিতে লাগিলেন। তিনি আপনার পুত্রদ্বয়ের মধ্যে অন্ততরকে তথায় প্রেরণ করিতে ইচ্ছা করিলেন। কিন্তু জিন্নেতেন্নেসা বেগম সরফরাজ খাকে তথায় পাঠাইতে স্বীকৃত হইলেন না। তিনি আপন সন্তানকে চক্ষের অন্তরাল করিতে অনিচ্ছুক ছিলেন এবং মহম্মদ তকী থার তথায় গমনেও অনিচ্ছ। প্রকাশ করিলেন। পাছে মহম্মদ তর্কী সরফরাজ অপেক্ষা অধিক ক্ষমতা ও প্রতিপত্তি লাভ করেন, এই আশঙ্কায় তাহাকেও তথায় যাইতে বাধা দেন। সুজা উদ্দীন বেগমের অনুরোধে বাধ্য হইয় মন্ত্রিসভার সহিত পরামর্শ করিয়া, বিহারশাসনে আলিবর্দী থাকে সৰ্ব্বাপেক্ষ উপযুক্ত বিবেচনা করেন। বিহার প্রদেশ অযোধ্য, এলাহাবাদ, বিরার ও আরঙ্গাবাদের সীমার সহিত সংলগ্ন থাকায়, তথাকার শাসনকৰ্ত্তাকে উক্ত সমুদয় প্রদেশের শাসনকর্তৃগণের সহিত সৰ্ব্বদা নানা প্রকার বিষয়ে লিপ্ত থাকিতে হইত। বিশেষতঃ বিহার প্রদেশের জমীদারগণ আপনাদিগকে একরূপ স্বাধীন বলিয়া জ্ঞান ও সময়ে সময়ে মোগল অধীনতা ছেদনের চেষ্টা করিতেন ; এইজন্ত তাহাদিগকে সম্পূর্ণ রূপে দমনেরও প্রয়োজন ছিল। এই সমস্ত কারণে আলিবর্দী থাকে উপযুক্ত বলিয়া স্থির করা হয়।

  • হলওয়েল বলেন যে, কেবল সরফরাজ খুঁ। আলীবর্দীর বিহারশাসনকর্তৃদ্বনিয়োগে আপত্তি করিয়াছিলেন। তিনি হাজী আহম্মদ ও আলিবন্দীর উপর অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন। প্রকাশ্য দরবারে তিনি পিতাকে বলিয়াছিলেন যে, আপনি দুইটা সৰ্গ পুৰিতেছেন, তাহার। পরিণামে আপনাকে ও আপনার বংশকে স্বংশন করিয়া ধ্বংস করিবে । সুজা খ'। পুত্রের কথা শুলিয়৷ ষ্টাছকে বন্দী করিতে অনুমতি দেন, কিন্তু হাজীর কথায় নিরস্ত হন । -इओ अजिरुर्कोौग्न मिम्ब्राप्णग्न अछ अङाख्न t5हे। कब्रिग्नोझिएलन । (Holwell's Historical Events)কিন্তু মুতাক্ষরীণ প্রভৃতিতে ইহার কোনই উল্লেখ পাই।