পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতারণিকা । (లి: করেন। বিশ্বজী কৃষ্ণ রাজপুত ও জাঠদিগকে পরাজিত করিয়া হিন্দুস্থানে অনেক প্রকার উপদ্রব করিয়াছিলেন। মহারাষ্ট্রয়ের রোহিলখণ্ড পৰ্য্যস্ত অগ্রসর হয় । সম্রাট সাহ আলম তাহাদের উপদ্রবে অত্যন্ত অস্থির হইয় পড়েন। ১৭৭১ খৃষ্টাব্দে মধুরাওএর মৃত্যু হইলে তাহার ভ্রাতা নারায়ণরাও পেশওয়ার পদ প্রাপ্ত হন। এই সময় হইতে পেশওয়ার ক্ষমতা হ্রাস হওয়ার ভোসেলা, সিন্ধিয়া, হোলকার এবং গায়কোয়াড় প্রভৃতি মহারাষ্ট্রীয় সর্দারগণের ক্ষমতা দিন দিন বৰ্দ্ধিত হইতে আরম্ভ হয়। হিন্দুস্থান ও দক্ষিণাত্যে র্তাহারা আপনাদিগের প্রভুত্ব বিস্তার করিয়া ক্রমে আপনার ভিন্ন ভিন্ন স্বাধীন জনপদের অধীশ্বর হইয়া উঠেন, ও নামমাত্র পেশওয়ার বহুত স্বীকার করিতেন। নানা ফৰ্ডনবিশ নারায়ণ রাওএর প্রিয়পাত্র হইয়া উঠেন। নারায়ণরাও ১৭৭৩ খৃষ্টাব্দে এক ভীষণ ষড়যন্ত্রে নিহত হইলে রঘুনাথরাও কিছুকালের জন্ত পেশওরার পদ প্রাপ্ত হন । এই সময়ে হোলকার ও সিন্ধিয়া অত্যন্ত প্রতাপশালী হইয়া উঠেন, তাহারা পঞ্জাব ও অযোধ্য পৰ্য্যন্ত ধাবিত হইয়াছিলেন। ১৭৭৪ খৃষ্টাব্দে নারায়ণরাওএর বিধবা পত্নী এক পুত্র প্রসব করিলে, উক্ত পুত্ৰ মধুরাও নারায়ণ নাম গ্রহণ করিয়া নানা ফন্ড্রনবিশ প্রভৃতির চেষ্টায় পেশওয়া পদে অভিষিক্ত হয়। রঘুনাথরাওকে তদবধি পেশওয়াপদ ত্যাগ করিতে হয়। রাস্বত্ব পুনৰ্ব্বার পেশওয়াপদপ্রার্থী হইয়া ইংরাজদিগের সাহায্যপ্রার্থনা করিলে, নানা ফজনবিশ মধুরাও নারায়ণের পক্ষ সমর্থন করিয়া ফরাসীদিগের সাহায্য গ্রহণ করেন । এই উপলক্ষে ১৭৭৯ খৃষ্টা হইতে ১৭৮২ খৃষ্টা পৰ্য্যন্ত ইংরাদিগের সহিত মহারাষ্ট্ররদিগের যুদ্ধ উপস্থিত হয়, ইহাই গবর্ণর জেনেরাল