পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় । ৫৩৫ এবং তাহারই জন্ম তাহার সৌভাগ্যের স্বচক বিবেচনা করিয়া আপনার পুত্রসন্তান না থাকায়, তাহাকে দত্তকপুত্ররূপে গ্ৰহণ ও আপনার নামানুসারে তাঁহার মির্জ মহম্মদ আখ্যা প্রদান করেন। এই মির্জা মহম্মদই ইতিহাসবিখ্যাত সিরাজ উদ্দৌলা। আলিবর্দীর হৃদয়ে দৃঢ় বিশ্বাস ছিল যে, এই বালকের জন্মই র্তাহার ভবিষ্যৎ মান, সন্ত্রম ও প্রতিপত্তির কারণ। কিন্তু তিনি জানিতেন না যে, এই হতভাগ্য হইতেই তাহার বংশ একেবারে নির্মুল হইবে, এবং সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের গৌরবস্থৰ্য্য অনন্ত কালসাগরে বিলীন হইয়া যাইবে। তিনি জানিতে পারেন নাই যে, তাহার একমাত্র প্রিয়পাত্র বিশ্বাসঘাতক গণের চক্রান্তে নিপতিত হইয়া, পলাশীর সমরক্ষেত্রে রাজ্যধন বিসর্জন দিয়া, দীনবেশে পথশ্রমে ক্লাস্তি অনুভবের পর, রক্তলোলুপ নরঘাত কের ভীষণ তরবারি আঘাতে ছিন্নমস্তকে ধূল্যবলুষ্ঠিত হইয়া চিরদিনের জন্ত ইহলোক হইতে বিদায় গ্রহণ করিবে, এবং ইহাও জানিতে days before this elevation, a grandson was born to Aly-verdiqhan from his youngest daughter married to his youngest nephew Zein-eddin-ahmed-qhan, and as he had no son of his own, he called him Mirza-mohemed, after his own name, adopted him for his son; and had him educated in his own house. “Mutaqherin p. p. 295–96, 305-6. §el wis' footout” বুঝা যাইতেছে যে, হিজরী ১৯৪৪-৪৫ অব্দে ইংরাজী ১৭৩২ খৃষ্টাব্দে সিরাজউদ্দৌলা ভূমিষ্ঠ হইয়াছিলেন। ইংরাজ ঐতিহাসিকগণ ইহা স্বীকার ন৷ করিয়া আপনাদিগের কল্পনাপ্রস্থত একটা সময় নির্দেশ করিয়াছেন। তাহার। অনেক স্থানে মুতাক্ষরণের মতাম্ববর্তী হইয়াছেন । বিশেষতঃ Stewart সাহেব আপনার পুস্তকের অনেক স্থলে মুতাক্ষরীশকে প্রামান্ত গ্ৰন্থরূপে *ीकtब कब्रिव्र शिग्नांरश्न । किञ्च निद्रांtछब्र छत्रनचएक उँीहांब कि कांब्रt१