পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৩৬ মুর্শিদাবাদের ইতিহাস । পারেন নাই যে, বাঙ্গালার সিংহাসন অচিরে মুসলমানগণের হস্তচ্যুত হইয়া বৈদেশিক ইংরাজ জাতির করায়ত্ত হইবে। এ বিষয়ে এক্ষণে অধিক উল্লেখের প্রয়োজন নাই, আমরা যথাসময়ে যথাস্থানে এই সমস্ত বিশেষ রূপে বর্ণনা করিতে চেষ্টা করিব। আলিবন্দী খ ৫ হাজার সিপাহী ও পদাত্তিক এবং আপনার আলিবর্দীর দুইটী জামত ও অন্তান্ত কতিপয় আত্মীয়ের বিহারশাসন । সহিত পাটনায় উপস্থিত হন, ও তথায় কিছু কাল অবস্থিতি করিয়া দেখিলেন যে, সমস্ত বিহার প্রদেশে অরাজকতা ও অশান্তি বিরাজ করিতেছে। বাঞ্জার নামক এক দল দম্য শস্য ও অন্তান্ত দ্রব্য ক্রয়ের ছলে প্রজাদিগের উপর অত্যাচার ও রাজস্বসংগ্রাহকগণের নিকট হইতে রাজস্ব লুণ্ঠন করিত। বেতিয়া, ভাওয়াড়, চকওয়ার এযং ভোজপুরের জমীদারগণ বিদ্রোহাচরণ করিয়া শাসনকৰ্ত্তার ক্ষমতা অমান্ত করিতেছিলেন। আলিবর্দী এই সমস্ত গোলযোগ দমনের জন্ত বিশেষরূপে চেষ্টা করিতে প্রবৃত্ত হন। ঐ সমস্ত জমীদারগণের মধ্যে চকওয়ারের রাজা অত্যন্ত ছদ্ধর্ষ ছিলেন। উক্ত প্রদেশের অধিবাসীরাও অত্যন্ত যুদ্ধপ্রিয় জাতি ছিল। মুঙ্গেরের পর পারে তাঁহাদের রাজ্য সান্ধুনদী পৰ্য্যস্ত বিস্তৃত नूठन गाउब्र ऋटेि कब्रिएलन रन बांद्र ना । वषरा चरै अङ्कछि देखांब cजथक निब्रांखएक अब्रदब्रक शूवक दलिग्नां विवांन रूब्रांग्र ओक्लग जिथिग्री থাকিৰেন। আলিৰীর আজিমাৰাদের শাসনভারপ্রাপ্তির সময়ে সিমাজের জন্ম হইলে, ইয়ার্ট সাহেবের মতে ১৭২৯-৩০ খৃষ্টাব্দে সিরাজউদৌলার জন্ম इछ। किड चाशत्री भूठाक्रबैौ*कहे ७हे क्षिप्र यांनाथ बनिद्रा चौकत्र করিতেছি। - *