পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় । Q○* ছিল । চকওয়ারের রাজা বাঙ্গালার নবাবকে কর প্রদান করিতেন না, এবং দিল্লীর সম্রাটের বহুত স্বীকার করিতে অনিচ্ছুক ছিলেন। মুঙ্গেরের নিকট নদীপথ দিয়া যে সমস্ত পণ্য দ্রব্য যাতায়াত করিত, রাজ তাহার শুল্ক গ্রহণ করিতেন। ইউরোপীয় বণিকেরা সেই কারণে পাটনার পণ্যদ্রব্যের আমদানী রপ্তানীর জন্য বহু ব্যয় করিয়া শস্ত্রধারী প্রহরী রাখিতে বাধ্য হইয়াছিলেন। ইং সেনাপতি মেজর হণ্টের সহিত রাজার অনেক বার যুদ্ধ হয় । ১৭৩০ খৃষ্টাব্দে বৃদ্ধ রাজ প্রাণত্যাগ করিলে, তাহার ১৭ বৎসরবয়স্ক পুত্র রাজ্য লাভ করেন। তিনি কিছু দিন আলিবর্দীকে বাধা দিয়া পরে বিহারের অন্তান্ত রাজার দ্যায় বগুত স্বীকার করিতে বাধ্য এবং বার্ষিক করপ্রদানে স্বীকৃত হন। রাজা শমু নদীর মোহানা হইতে ২॥ ক্রোশ ও চকওয়ারের রাজধানী হইতে প্রায় ১৫ ক্রোশ দূরে একটা স্থানে, প্রতি বৎসর নবাবের কৰ্ম্মচারীর সহিত সাক্ষাৎ করিয়া কর প্রদান করিবেন এইরূপ স্থির হয়। উভয় পক্ষ ৩০ জনের অধিক অনুচর রাখিতে নিষিদ্ধ হন। ১৭৩৫ খৃষ্টাব্দের ২৯শে অক্টোবর উক্ত করপ্রদানের দিন ছিল । আলিবর্দী খ। সেই সময়ে চকওয়ারের রাজার নিকট করগ্রহণের জন্য বিহারের ফৌজদারকে পাঠাইয়াছিলেন। ফৌজদার ৪০• অস্ত্রধারী সৈন্ত নির্দিষ্ট স্থানের নিকটস্থ এক জঙ্গলে লুক্কায়িত থাকিতে আদেশ দেন। রাজা যথারীতি কর প্রদান করিয়া প্রত্যাবর্তন করিলে, ফৌজদারের সঙ্কেতানুসারে সেই অস্ত্রধারী সৈন্তাগণ রাজা ও র্তাহার অনুচরদিগের উপর পতিত হইয় তাহাদিগের মস্তকচ্ছেদন করে, • পরে ফৌজদার

  • হলওয়েল বলেন যে, সেই সমস্ত ছিন্ন মন্তকের মধ্যে ৫টা ঝোড়ার রাজার কৰ্ম্মচারিগণের ও অার একটা স্বতন্ত্র বোড়ায় রাজার নিজের মন্তক