পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6. 8 o' মুর্শিদাবাদের ইতিহাস । ব্যাপারে উৎসাহিত হইয়া অন্যান্ত বণিকগণও অষ্টেও নগরে একটা ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী স্থাপনের ইচ্ছা করিয়া বিয়েনা রাজদরবারে অনুমতি প্রার্থনা করেন। অষ্টেণ্ড বেলজিয়ম দেশস্থ একটা কুরক্ষিত নগর ও প্রধান বন্দর । উক্ত বণিকগণের আবেদনানুসারে জৰ্ম্মান সম্রাট ১৭২৩ খৃষ্টারে আগষ্ট মাসে তাহাদিগকে পূৰ্ব্বাঞ্চলে বাণিজ্য করার জন্য অনুমতি-পত্র প্রদান করিয়াছিলেন । সম্রাটের অনুমতি-পত্রানুযায়ী উক্ত বণিকসম্প্রদায় “অষ্ট্রেও কোম্পানী” নামে অভিহিত হয়। ইহার জন্ত ইংরাজ, ফরাসী ও ওলন্দাজগণ যথেষ্ট প্রতিবাদ করিয়াছিলেন, কিন্তু তাহাদের সে প্রতিবাদ গ্রাহ হয় নাই। যে সময়ে অষ্টেণ্ড কোম্পানী সম্রাটের অনুমতি প্রতীক্ষা করিতেছিলেন, সেই সময়ে এক খানি গুপ্ত জাহাজ ভাগীরথীবক্ষে আসিয়া উপস্থিত হয়, এবং চন্দননগরস্থ ফরাসীগণের সাহায্যে তাহ পণ্যদ্রব্যে পরিপূর্ণ হইয় উঠে। উক্ত জাহাজের অধ্যক্ষ ইউরোপে যাত্রা করার পূৰ্ব্বে ভবিষ্যৎ অষ্টেও কোম্পানীর জন্ত কুঠী নিৰ্ম্মাণ করার ইচ্ছায় তদানীন্তন নবাব মুর্শিদকুলী খার নিকট ভূমি প্রার্থনা করেন। নবাব মুর্শিদকুলী আপন রাজ্যমধ্যে যাহাতে বাণিজ্য বিস্তার হয়, তাহার বিশেষ পক্ষপাতী ছিলেন, এবং ইংরাজদিগের প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বৰ্দ্ধিত করিতে অভিলাষী হইয়া জৰ্ম্মান পোতাধ্যক্ষের প্রার্থনানুসারে কলিকাতা হইতে ৭.৮ ক্রোশ উত্তরে ভাগীরথীর পূর্ব তীরে কুঠী নিৰ্ম্মাণের জন্য বাকিবাজার নামক স্থান নির্দেশ করিয়া দেন। অষ্ট্রেও কোম্পানী স্থাপিত হওয়ার প্রথম বৎসরে ১৭২৪ খৃষ্টাব্দে “এম্পারার চার্লস’ নামক ত্রিংশত কামানবিশিষ্ট এক খানি অষ্টেও বাণিজ্যতরী বাঙ্গলায় উপস্থিত হয়। কিন্তু ভাগীরথীতে প্রবেশ করিতে না করিতে উহা বিনষ্ট হইয়া