পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q8b" মুর্শিদাবাদের ইতিহাস । ছিলেন। তাহার বঙ্গদেশে অবস্থানকালে কিছু দিন তিনি মুর্শিদাবাদের নিকট সৈয়দাবাদ-ফরাসডাঙ্গায় আসিয়া বাস করেন। যৎকালে ডিউপ্লে চন্দননগরে অবস্থিতি করেন, সেই সময়ে ফরাসীদিগের বাণিজ্য-লক্ষ্মী দিন দিন সমৃদ্ধিশালিনী হইতেছিলেন। ডিউল্পে শাসনকৰ্ত্ত হওয়ার পূৰ্ব্বে এক জন প্রধান বণিক ছিলেন, এবং তাহারই উৎসাহ ও অধ্যবসায়ে চন্দননগরে বাণিজ্যের প্রসার বৃদ্ধি হয়। র্তাহাদের বার থানির অধিক বাণিজ্য-জাহাজ ছিল না, কিন্তু তদ্বারাই ফরাসীরা ভারতবর্ষের সর্বত্রই বাণিজ্যব্যাপারে লিপ্ত থাকিতেন । ডিউল্পের শাসনসময়ে চন্দননগরে দুই সহস্ৰ ইষ্টকনিৰ্ম্মিত অট্টালিকা নিৰ্ম্মিত হয়, এবং ফরাসীদিগের ক্ষমতা বঙ্গদেশে বদ্ধমূল হইতে থাকে। ক্রমে সেই ক্ষমতার বলে এক দিন তাহারা মুর্শিদাবাদের নবাব-দরবারে আধিপত্যবিস্তারে সমর্থ হইয়াছিলেন। কিন্তু তাহাদিগের সে ক্ষমতা অধিক দিন স্থায়ী হইতে পারে নাই। ইংরাজ বণিকদিগের ঈর্ষ্যাগ্নিতে তাহারা অচিরকালমধ্যে পতঙ্গপ্রায় ভস্মীভূত হইয়া যান। পূৰ্ব্বে উক্ত হইয়াছে যে, স্বজা উদ্দীন স্বীয় জামাত দ্বিতীয় মুর্শিদমুর্শিদকুলী খাঁ কুলী থাকে ঢাকার নায়েব নাজিমী পদ প্রদান ও শীর হাবীব। করেন। মুর্শিদকুলী মীর হাবীব নামক জনৈক ব্যক্তিকে আপনার দেওয়ান নিযুক্ত করিয়াছিলেন। পারস্তের অন্তর্গত সিরাজে মীর হাবীবের জন্ম হয় । মীর হাবীব হুগলীতে সওদাগরগণের দালালী কাৰ্য্য করিত। যদিও সে লেখাপড়া জানিত ন', তথাপি অত্যন্ত কাৰ্য্যদক্ষ বলিয়া প্রসিদ্ধ ছিল। এই ব্যক্তি অত্যন্ত পরিশ্রমসহকারে আপনার কর্তব্য কাৰ্য সম্পন্ন করিত। নৌবিভাগ, তোপখানা ও অন্যান্য অনেক বিষয়ের ব্যয় লাঘব করিয়া মীর হাবীব প্রতিপত্তি লাভ করে। একচেটিয়া ব্যবসায়ের বন্দোবস্ত করিয়া সে