পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

म*भ छाथjiग्न । (Se(t কৰ্ম্মচারিগণ সেরূপ অত্যাচার করিতে বিশেষ রূপে নিষিদ্ধ ছিলেন। যদি কাহারও এই রূপ অত্যাচারের কথা প্রকাশ পাইত, তিনি জ্ঞাত হইলে তৎক্ষণাৎ তাহাকে পদচ্যুত করিয়া গৃহীতাকে অধিকতর সাহায্য করিতেন। সুজা খাঁ কৰ্ম্মচারিগণকে যথেষ্ট সাহায্য করিতেন বলিয়া তাহারা তাদৃশ লোভপরায়ণ ছিলেন না। যদি কোন আগস্তক পদপ্রার্থ হইত, তিনি তৎক্ষণাৎ তাহার প্রার্থন পূরণের চেষ্ট করিতেন। র্তাহার কৰ্ম্মচারিগণের মধ্যে কাহাকে কাহাকে তিনি প্রতিদিন, কাহাকেও দুই এক দিন অন্তর, কাহাকেও বা সপ্তাহে দুই দিন করিয়া নানাবিধ খাদ্যদ্রব্য প্রদান করিতেন। যাহাদিগের সহিত র্তাহার পরিচয় ছিল, ভদ্রই হউক অথবা অপর লোকই হউক, তাহাদিগের নাম তিনি হস্তীদন্তনির্মিতপত্রসস্কুল আপন স্মারকপুস্তকে লিখিয়া রাখিতেন, এবং প্রতিদিন শয়ন করিবার পূৰ্ব্বে সেই সমস্ত নাম পাঠ করিয়া যাহাকে যেরূপ অর্থ সাহায্য করিতে হইবে,তাহা তাহাদের নামের পাশ্বে নির্দেশ করিয়া রাখিতেন। সময়ে সময়ে সেই সাহায্যের পরিমাণ গুরুতরই হইয়া উঠিত। যে সমস্ত জমীদার রাজস্বপ্রদানে বিলম্ব করিতেন, তিনি তাহাদের নিকট অথবা তাহদের প্রতিনিধির নিকট সাহায্যপ্রার্থী ব্যক্তিদিগকে তহশীলদাররূপে প্রেরণ করিয়া যে হারে তাহাদিগের কাৰ্য্যের বেতন দিতে হইবে, তাহা নির্দেশ করিয়া দিতেন। জমীদারের বিন আপত্তিতে র্তাহার আদেশ প্রতিপালন করিতেন। তাহার পর তিনি সেই তহশীলদারদিগকে আহ্বান করিয়া তাহারা কিরূপ ভাবে কি প্রাপ্ত হইয়াছে জিজ্ঞাসা করিতেন। ছিলেন, কিন্তু অনেক স্থলে মুসলমান কর্মচারিগণ তদপেক্ষা আরও অধিক অত্যাচার করিতেন । -