পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t \Nob” মুর্শিদাবাদের ইতিহাস । গোটা না থাকত,তাহা হইলে তিনি আদর্শ চরিত্র হইতে পারিতেন। যাহা হউক, সুজা উদীনের ইস্ক্রিয়পরায়ণতা প্রবল থাকিলেণ্ড, র্তাহার ঔদার্য্যে, দক্ষিণো এবং সুবিচারে সকলে বিমোহিত হইয়া, উক্ত দোষ সরল ভাবে ক্ষমা করিত। মুর্শিদাবাদের ইতিহাসে তাহার ন্যায় লোকহিতকর নবাবের উল্লেখ দেখা যায় না।