পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ፃbr মুর্শিদাবাদের ইতিহাস । দেশীয় কোন গ্রন্থে এ বিষয়ের উল্লেখ দেখা যায় না বলিয়া ইংরাজ লেখকগণের বিবরণ কত দূর সত্য বলা যায় না। পক্ষান্তরে জগৎশেঠের বংশধরেরা আপনাদিগের বংশের এই রূপ কলঙ্কের কথা স্বীকার না করিয়া নবাবের সহিত মনোমালিন্তের তুমন্ত্য কারণ নির্দেশ করিয়া থাকেন। তাহারা বলেন যে, মুর্শিদকুলী খাঁ শেঠ মাণিকচাদের নিকট সাত কোটি টাকা গচ্ছিত রাখিয়াছিলেন, তাহা কখনও প্রত্যপিত হয় নাই। সরফরাজ উক্ত সন্ধান অবগত হইয়৷ ফতেচাদকে মাতামহের গচ্ছিত সম্পত্তি প্রত্যপণের জন্ত বারম্বার অনুরোধ করেন। ফতেচাদ ইতস্ততঃ করিতে থাকায় নবাব তাহাকে অবমানিত করায়, জগৎশেঠ নবাবের উপর ক্রুদ্ধ হইয়া আলিবর্দীর সহিত যোগ দেন।* এই রূপে রায় আলমৰ্চাদ ও জগৎশেঠ তাহার বিপক্ষ হইয়া উঠিলে হাজী আহম্মদের সহিতও সরফরাজের শত্রুতার স্বচনা হইয় উঠে, নিম্নে তাহ বিবৃত হইতেছে। - ইতিপূৰ্ব্বে উক্ত হইয়াছে যে, নবাব সরফরাজ খাঁ স্বজা উদ্দীনের হাজী আহম্মদের সহিত আদেশসত্ত্বেও হাজী আহম্মদ প্রভৃতিকে বিবাদের স্বচন । তাদৃশ শ্রদ্ধা করিতেন না। তিনি তাহাদিগকে অবিশ্বাস করিয়া অপর কতিপয় ব্যক্তিকে আপনার বিশ্বাসী ও প্রিয় পাত্র জ্ঞান করিতে আরম্ভ করেন। র্তাহাদের মধ্যে হাজী লুৎফুল্লা, মর্দান আলি খী এবং মীর মর্তেজ প্রধান। তাহার নবাবের প্রিয়পাত্র হওয়ায় যথায় তথায় বিদ্রপাত্মক বাক্য প্রয়োগ করিয়া হাজী আহ ম্মদকে অপদস্থ করিতে চেষ্টা করিতেন, এবং তাঁহাকে কুৎসিত ভাবে চিত্রিত করিয়া প্রতিনিয়ত তাহার উপর নবাবের বিদ্বেষবৃদ্ধির চেষ্ট

  • Statistical Account of Murshidabad. p. 255.