পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ অধ্যায় । Qp-> হাজী আহম্মদ এই সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খরুপে লিপিবদ্ধ করিয়া অধিকতর প্রামাণ্য করিবার জন্য সৈয়দ আহম্মদের স্বাক্ষরসহ আলিবর্দী খাঁর নিকট প্রেরণ করেন। ইহার পর আবার সরফরাজ খাঁ হাজী আহম্মদ ও তাহার পুত্ৰগণের সহিত মিত্রতা করিতে যত্নবান হন, কিন্তু তাহার সে চেষ্টা সম্পূর্ণ রূপে বিফল হয়। যদিও তাহারা প্রকাগু ভাবে নবাবের সহিত শক্ৰতাচরণ করেন নাই, তথাপি আপনাদিগের প্রতি এই রূপ অত্যাচারের প্রতিবিধানের জন্ত র্তাহারা অবকাশের অপেক্ষা করিতে লাগিলেন। ক্রমে হাজী আহম্মদ ও তৎপুত্ৰগণ নবাবকে উপযুক্ত শিক্ষা প্রদান করিবার জন্ত কৃতসঙ্কল্প হইলেন । এই রূপে হাজী আহম্মদের ও র্তাহার বংশের অন্যান্ত ব্যক্তির সহিত বিবাদ উপস্থিত হওয়ায় নবাব সরফরাজের সরফরাজ খার বিরুদ্ধে ঘোরতর ষড়যন্ত্র উপস্থিত হইল। জগৎ- বিরুদ্ধে ষড়যন্ত্র । শেঠ ও আলমৰ্চাদ তাহাতে যোগদান করিয়াছিলেন। কিন্তু প্রকাশুভাবে তাহারা বিশেষ কিছু করিতেন না বলিয়া নবাব তাহাদিগকে তত দূর শক্র বিবেচনা করিতে পারেন নাই। এমন কি আলিবন্ধী খার সহিত যুদ্ধ উপস্থিত হইলে আলমৰ্চাদ নবাবের কামান পরিচালনের ভার পর্য্যন্তও লইয়াছিলেন। যাহা হউক, এই রূপে তাহার বিরুদ্ধে গুরুতর ষড়যন্ত্রের আয়োজন হইতে লাগিল। সকলে সরফরাজকে রাজ্যচ্যুত করিয়া আলিবর্দীকে মুর্শিদাবাদের সিংহাসনপ্রদানের জন্ত যত্নবান হইলেন, দিল্লীতে দূত প্রেরিত হইল। মহম্মদ সাহের মন্ত্রিবর্গকে উৎকোচ প্রদান করিয়া তাহারা সরফরাজের সর্বনাশের জন্য বিশেষ প্রয়াস পাইতে লাগিলেন। গাদির সাহকে ভারতবর্ষের সম্রাট বলিয়া সরফরাজ যে র্তাহার