পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(tઝર মুর্শিদাবাদের ইতিহাস। নামে মুদ্রাঙ্কিত করিয়াছিলেন, সেই সমস্ত বিষয় অতিরঞ্জিত করিয়া সম্রাটের কর্ণগোচর করা হইয়াছিল। ষড়যন্ত্রকারীরা এক কোটি মুদ্র উপহার প্রদান করিয়া সরফরাজ খার যত কোটি টাকার সম্পত্তি আছে সমুদয় প্রদান করিতে প্রতিশ্রুত এবং মুর্শিদকুলী খাঁর রাজত্বসময়ে যেরূপ সময়মত রাজস্ব প্রেরিত হইত, সেই রূপ প্রদান করিতে প্রতিজ্ঞাবদ্ধ হন। এদিকে হাজী আহম্মদ ও জগৎশেঠ নবাবকে সমস্ত বিপদ হইতে রক্ষা করার সাহায্য করিবেন, এই রূপ ভাব প্রকাশ করিয়া তাহার সৈন্ত সংখ্যা হ্রাস করিয়া ব্যয়ের লাঘব করিতে উপদেশ প্রদান করেন। নবাব তাহাদের কথামত যতই সৈন্তসংখ্যা হ্রাস করিতে লাগিলেন, তাহারা ততই আলিবর্দী খার অধীনে নিযুক্ত হইতে লাগিল। অবশেষে এই সমস্ত ষড়যন্ত্রের কথা নবাবের দিল্লীস্থ প্রতিনিধি কর্তৃক তাহার কর্ণগোচর হইলে, তিনি প্রতিবিধানের জন্য কৃতসংকল্প হইলেন। নবাব আলিবর্দী খাকে বিহার হইতে প্রত্যাগমন ও র্তাহার বংশীয় যাবতীয় ব্যক্তিকে রাজকাৰ্য্য হইতে বিচ্যুত করিতে মনঃস্থ করিলেন। কিন্তু হাজী আহম্মদ কোন ক্রমে নবাবের এই রূপ অভিলাষ অবগত হইয়া তাহাদের বিশ্বস্ততা ও কর্তব্যপালনের উল্লেখ ও উহাদের দ্বারা এরূপ হওয়া কদাচ সম্ভবপর নহে প্রকাশ করিয়া, নবাবকে শাস্ত হইতে এবং অন্ততঃ বৎসরের শেষ পৰ্য্যন্ত র্তাহাকে অপেক্ষা করিতে অনুরোধ করেন। নবাব তাহদের কথায় বিশ্বাস করিলেন বটে, কিন্তু এদিকে গুপ্ত ভাবে যড়যন্ত্র চলিতে লাগিল। আলমৰ্চাদ, ಇKಡ್ হাজী আহম্মদ তিন জনে পরামর্শ করিয়া স্থির করেন যে, সরফরাজ খাঁ সিংহাসনে থাকিতে,তাহাদের নিজের ও দেশের কোনও কুশল নাই। অতএৰ তাহাকে রাজ্যচ্যুত করিয়া যাহাতে আলিবর্দীকে সিংহাসন