পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ অধ্যায় । Q切"○ দেওয়া হয় তদ্বিষয়ে যত্ন করা কর্তব্য। তাহারা সেই রূপ চেষ্টা করিয়া আলিবর্দীর সহিত পত্র লেখালেখি আরম্ভ করিলেন। প্রথমতঃ র্তাহারা নবাবের তোপখানার দারোগ ও অন্যান্ত কয়েক জন কৰ্ম্মচারীকে অপনাদের পক্ষে আনয়ন করেন, এবং উৎসাহসহকারে ষড়যন্ত্রের আয়োজনে সচেষ্ট হন। আলিবর্দী খাঁ বৃথা সময় নষ্ট করা অনুচিত বিবেচনা করিয়া যাহাতে মুর্শিদাবাদের সিংহাসন লাভ হয় তদ্বিষয়ে আa42, মুর্শিদাবিশেষ রূপ উদ্যোগী হইলেন। এ বিষয়ে হাজী বাদে রসিংহাসনআহম্মদ ও জগৎশেঠের সহিত পরামর্শ চলিতে- লাভের চেষ্টা । ছিল। দিল্লীতে ইসহাক খা নামক সম্রাটের কৰ্ম্মচারীর সহিত র্তাহার বিশেষ রূপ পরিচয় থাকায়, তিনি র্তাহার দ্বারা কার্য্যোদ্ধারের চেষ্টা পাইতে লাগিলেন। যথাযোগ্য উৎকোচ ও উপঢৌকনাদি প্রদান করিয়া তিনি সম্রাটের নিকটে বাঙ্গল, বিহার ও উড়িষ্যার সুবেদারী প্রার্থনা করিলেন ও তদ্ব্যতীত সরফরাজ খাঁর হস্ত হইতে উক্ত মুবাত্রয় উদ্ধার করিবার জন্ত তাহার বিরুদ্ধে যুদ্ধের আদেশও প্রার্থনা করা হয়। ইসহাক খার নিকট পত্রাদি প্রেরণ করিয়া তিনি ভোজপুরের জমীদারগণকে শাসন করিতে গমন করিবেন, এই ছল করিয়া আপনার সৈন্তগণকে সজ্জিত করিতে প্রবৃত্ত হন। উক্ত জমীদারগণ র্তাহার শাসনের অবমাননা করিয়া থাকে, এবং তাহারা সংখ্যায় এত অধিক বে, তাহাজের বিরুদ্ধে রীতিমত সৈন্য প্রেরণ না করিলে তাহাদিগকে দমন করিবার অন্য উপায় নাই, এই মৰ্ম্মে মুর্শিদাবাদে নবাব সরফরাজ খাঁর নিকট এক পত্রও প্রেরিত হইল। এই রূপে প্রকৃত বিষয় গোপন করিয়া আলিবর্দী চতুর্দিকে जरुलएक निश्नन्नाइ कब्रिएलन । क्रूि cशी”प्न चैौह अप्नो*ड