পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@brbr মুর্শিদাবাদের ইতিহাস। যে দিবস উক্ত দুর্গ অধিকৃত হয়, সেই দিবস আলিবর্দীর প্রেরিত পত্র জগৎশেঠের নিকট পহুছে । জগৎশেঠ পত্র পাঠ করিয়া স্থির করিলেন যে, আলিবন্দী এত দিনে তেলিয়াগড়ীর নিকট অবস্থিতি করিতেছেন, এবং ৫৬ দিবস মধ্যে মুর্শিদাবাদে উপস্থিত হইবেন । তিনি তৎক্ষণাৎ সরফরাজ থাকে আলিবর্দীর কথা জ্ঞাপন করাইয়া নবাবকেও যে পত্র লিখিয়াছিলেন তাহাও প্রদান করিয়া বলিলেন যে, আলিবর্দী সম্ভবতঃ এত দিনে রাজমহলে উপস্থিত হইয়াছেন। সরফরাজ খাঁ স্বীয় পত্রে পাঠ করিলেন যে, আলিবর্দীর বংশের উপর অত্যাচার হওয়ায়, তিনি স্ববংশীয়গণকে অপমানের হস্ত হইতে রক্ষা করিবার জন্য অগ্রসর হইয়াছেন, এবং নবাব অনুগ্রহপূর্বক হাজী আহম্মদ ও তাহার পরিবারবর্গকে আসিতে অনুমতি দিলে তিনি প্রত্যাবৃত্ত হইবেন । তাহার অন্যকোন উদ্দেশু নাই, এবং তিনি চিরদিনই নবাবের আজ্ঞাকারী ভৃত্য। কখনও নবাবের আদেশ অন্যথা করিতে ইচ্ছুক নহেন । সরফরাজ খ উক্ত পত্র পাঠ করিয়া একেবারে স্তম্ভিত ও কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইলেন। কি উপায় অবলম্বন করিবেন তাহার কিছুই স্থির করিতে পারিলেন না। এই রূপ আন্দোলিত চিত্তে থাকা অনুচিত বিবেচনায় তিনি সুরফরাজ খার পরামর্শ আপনার মন্ত্রিবর্গকে আহবান করিলেন। ও হল নীলদের দরবারগৃহে সকলে সমবেত হইলে, তিনি আলিবর্দীর সহিত আলিবন্দী খার পত্রের কথা সকলকে জ্ঞাপন যোগদান । করিলেন। পরে হাজী আহম্মদকে যথোচিত তিরস্কার করিয়া নানাপ্রকার ভয়প্রদর্শন করিতে লাগিলেন । হাজী আহম্মদ আপনার ভবিষ্যৎ বিপদসঙ্কুল ভাবিয়া নানা প্রকার মিষ্ট