পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ઉછેર মুর্শিদাবাদের ইতিহাস । যথোচিত সন্মান প্রদর্শন করিতে অবহেলা করিবে না। দ্বিতীয়তঃ যদি এই প্রকার অনুগ্রহ প্রদর্শন করিতে নবাবের ইচ্ছা না হয়, তাহা হইলে তিনি মুর্শিদাবাদ-রাজধানীতে গমন করিয়া তথা হইতে উক্ত ব্যক্তিগণকে যুদ্ধার্থে প্রেরণ করুন। সেই যুদ্ধে যদি তাহার জয়ী হয়, তাহা হইলে তাঁহাদের ইচ্ছাই পূর্ণ হইবে। আর যদি তাহারা পরাজিত হয়, তবে তাহাদিগকে প্রস্থান করিতে বাধ্য হইতে হইবে । তদনন্তর আলিবর্দী নবাবের নিকট উপস্থিত হইয়া তাহার চরণতলে মস্তক স্থাপন করিয়া আনন্দসহকারে স্বীয় প্রভুভক্তি প্রদর্শন করিবেন। তিনি শপথপূৰ্ব্বক কোরান স্পর্শ করিয়া প্রতিজ্ঞ করিতেছেন এবং সেই কোরানও পাঠাইতেছেন । * মহম্মদ আলি নিজে উক্ত কোরান উপস্থিত করিয়াছিলেন, যদিও সরফরাজ ও র্তাহার মন্ত্রিবর্গের নিকট মহম্মদ আলি সন্মানীয় ছিলেন, তথাপি হাজী আহম্মদ ও আলিবদীর উপর সকলের বিদ্বেষ থাকায় তাহার কথা কাহারও কর্ণে স্থান পায় নাই। কিন্তু তাহার অনুরোধ অনুসারে সে সময়ে যুদ্ধযাত্রা স্থগিত ছিল । আলিবন্দী শকরীগলি প্রভৃতি অতিক্রম করিয়া রাজমহলে গিরিয়ার যুদ্ধ ও উপস্থিত হইয়াছিলেন, f এবং আতাউল্লা সরবরাজের মৃত্যু। ধার পরামর্শে নবাবপক্ষীয় লোকের পথরোধ করেন। এদিকে হাজী আহম্মদ রাজমহলে আলিবর্দীর সহিত • আলিবন্দীর প্রেরিত কোরান এক খানি ইষ্টকমাত্র, পুস্তকাকারে স্বর্ণBBB BB BBB BDS AAgeeAAS LLL AAAAAgS g000S Mutakherin Note vol 1. P. 362. + হলওয়েল বলেন-শকরৗগলির নিকট অবস্থানকালে আলিবর্দী এক ৰিপদে পতিত হন। তাছার যুদ্ধসংক্রাস্ত কৰ্ম্মচারীর প্রথমে আপনাদের বেতন