পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ অধ্যায় । ©ᎼᏄ অন্ধকারে যাত্রা করিয়া এক স্থানে লুক্কায়িত থাকিল, এবং সাঙ্কেতিক কামানের শব্দশ্রবণের অপেক্ষা করিতে লাগিল । উহা শ্রবণমাত্র যুগপৎ সন্মুখ ও পশ্চাদ্ভাগ দ্বারা সরফরাজ খাঁর শিবির আক্রান্ত হইবে বলিয়া স্থির হইল। যাহারা পশ্চাদিক হইতে আক্রমণ করিবে, তাহারা আলিবর্দীর জ্যেষ্ঠ জামাতা নওয়াজেস মহম্মদ খাঁর অধীনে প্রেরিত হইয়াছিল, নওয়াজেস মহম্মদ আবদুল আলি খা, মস্তাফা খা, সমসের খাঁ এবং অপর কয়েক জন আফগান কৰ্ম্মচারীকে সহকারীস্বরূপ প্রাপ্ত হইয়াছিলেন। যাহারা সম্মুখ হইতে আক্রমণ করিবে, আলিবর্দী নিজে তাহাদের পরিচালনের ভার গ্রহণ করিয়াছিলেন। পর দিন প্রভাত হইবামাত্র আলিবর্দী সরফরাজের সন্মুখভাগে অগ্রসর হইতে লাগিলেন, এবং নন্দলালও তাহা হইতে কিছু দূরে ধীরে ধীরে গাওস খাকে আক্রমণ করিবার জন্য গমন করিতে আরম্ভ করিলেন। আলিবর্দী সরফরাজের শিবিরের নিকট উপস্থিত হইলে, কামানের ধ্বনি শুনিবামাত্র পশ্চাদ্ভাগস্থিত ঠাহীর সৈন্যেরা সরফরাজ খার সৈন্যদিগকে আক্রমণ করিল। এদিকে নন্দলালও গাওস খার সহিত যুদ্ধে প্রবৃত্ত হইলেন। সরফরাজ খাঁ প্রাতরুপাসনায় নিবিষ্টছিলেন, তিনি কামানের শব্দ শ্রবণমাত্র উপাসনা পরিত্যাগপূর্বক হস্তীপৃষ্ঠে আরোহণ করিয়া আলিবর্দীর দিকে অগ্রসর হইলেন। আলিবন্দীর যে সমুদয় সৈন্য পশ্চাদিকে ছিল, তাহারা সরফরাজের শিবিরমধ্যে প্রবিষ্ট হইয়া লুণ্ঠনক্রিয় আরম্ভ করিল, তাহাদিগকে বাধা প্রদান করিতে গিয়া নবাবের অনেক সৈন্য জীবন বিসর্জন দিয়াছিল। মির্জ ইরাজ খার পুত্র তাঁহাদের অন্যতম। সরফরাজ খাঁ হস্তিচালককে আলিবর্দীর সন্মুখীন