পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&gकलि” खञथjांग्न । So ○ জন্য ও ধনরত্নাদির রক্ষার নিমিত্ত স্বীয় ভ্রাত হাজী আহম্মদকে প্রেরণ করিয়াছিলেন। এদিকে সরফরাজের হস্তিচালক প্রভুর মৃতদেহ লইয়া মুর্শিদাবাদে উপস্থিত হইলে, নৰাবের পুত্র মির্জ আমানী গভীর রজনীতে গুপ্তভাবে নেক্টাখালিতে পিতার মৃতদেহু সমাহিত করেন। সরফরাজের সমাধি এক্ষণে নগিলাবাগনামে এক নির্জন উদ্যানমধ্যে বিরাজ করিতেছে। ৬ মির্জা আমানী ফৌজদার ইয়াসিন খার সাহায্যে নগর রক্ষা করিতে প্রস্তুত হইতেছিলেন, কিন্তু সৈন্তগণের মধ্যে অধিকাংশ তাহার সহিত যোগদানে অস্বীকৃত হওয়ায়, তাহারা আলিবর্দীর বগুত৷ স্বীকার করিতে বাধ্য হন। { গিরিয়ার যুদ্ধের দুই দিবস পরে আলিবর্দী মহাধুমধামের সহিত মুর্শিদাবাদাভিমুখে যাত্রা করিলেন। তিনি মুর্শিদী- জনিশ, দিন দাবাদে উপস্থিত হইয়াই জিন্নেতেন্নেসা বেগমের বাদে আগমন ওঃ নিকট গমন করেন, এবং ভূমি পৰ্য্যন্ত মস্তক নত "ি ས།ta།རྩ༢༥ করিয়া তাহার দোষের ক্ষমা চাহেন, এবং এই জন্য যে, জগতে । তিনি ইহাও উল্লেখ করেন যে, যদিও সরফরাজের মৃত্যুর জন্ত তিনি ঘোরতর প্রভুদ্রোহিতাপাপে লিপ্ত হইয়াছেন। তথাপি যত দিন পৰ্যন্ত জীবিত থাকিবেন, তত দিন পৰ্যন্ত র্তাহার প্রতি সম্মান প্রদর্শন করিতে ক্ৰটি করবেন না । যাহাতে জিন্নেতেরস তাহার এই ভীষণ দোয় হইতে ক্ষমা করেন, তজন্ত বারংবার প্রার্থনা করা হয়। • সম্প্রতি তাহ গৰমেন্টের পূর্ববিভাগ কর্তৃক্ষ সংস্কৃত হইয়াছে। + Stewart P. 276. .