পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woo 8 মুর্শিদাবাদের ইতিহাস । কিন্তু জিন্নেতেন্নেসা ইহাতে কোনও উত্তর প্রদান করেন নাই ॥৯ আলিবর্দী তদনন্তর নবাব স্বজা খার নিৰ্ম্মিত নুতন চেহেল-সেতুন বা দরবারগৃহের মসনদে আরোহণ করিয়া, নাগারাধবনির দ্বারা স্বীয় রাজ্যগ্রহণের সংবাদ ঘোষণা করিতে আদেশ প্রদান করিলেন। পরে রাজ্যসংক্রান্ত প্রধান প্রধান কৰ্ম্মচারী ও মুর্শিদাবাদস্থ যাবতীয় সম্রাস্ত ব্যক্তিবর্গের নিকট হইতে নজর গ্রহণ করিয়া সকলকে আশ্বাসপ্রদ বাক্যে পরিতুষ্ট করিতে লাগিলেন। এই সমস্ত বাহিক কাৰ্য্য ব্যতীত তিনি যাহাতে সাধারণকে তুষ্ট করিতে পারেন, তজ্জন্ত বিশেষ রূপ যত্নবান হইলেন। কারণ, তিনি স্বীয় একমাত্র উপকারক মুজা উদ্দীনের বংশধরকে সিংহাসনচ্যুত করিয়া বঙ্গরাজ্যের অধীশ্বর হইয়াছিলেন। এই ভীষণ বিশ্বাসঘাতকতা ও প্রভুদ্রোহিতার জন্ত তিনি যে গুরুতর পাপ সঞ্চয় করিয়াছেন, তাহা উত্তম রূপে হৃদয়ঙ্গম করিয়াছিলেন। সেই পাপের প্রায়শ্চিত্তস্বরূপ তিনি সাধারণের মনোরঞ্জনের জন্য বিশেষ রূপ প্রয়াস পাইতে লাগিলেন। র্তাহার চেষ্টাও বিফল হয় নাই। কারণ সরফরাজের রাজত্বকালে যাবতীয় লোক ঘোর অরাজকতা অনুভব করিতেছিল। এক্ষণে আলিবর্দীর আশ্বাসপ্রদ বাক্যে ও সাস্বনায় সকলে তাহার প্রবল দোষ বিস্তৃত হইয়া তাহার প্রতি অনুরক্ত হইয়া উঠিল। এই রূপে আলিবর্দী খাঁ অতীব বিচক্ষণতায় ও সাধু ব্যবহারে প্রজাবৰ্গকে সন্তুষ্ট করিয়া বাঙ্গাল, বিহার, উড়িষ্যার শাসনকাৰ্য্য পরিচালন করিতে আরম্ভ করিলেন । & Mutakherin vol II. P. 36.