পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ෂෆNෂ মুর্শিদাবাদের ইতিহাস । রাষ্ট্ৰীয়গণ যাবতীয় সমৃদ্ধিশালী প্রদেশের প্রতি সুতীক্ষ দৃষ্টপাত করিতেছিলেন। বাঙ্গলাও তাঁহাদের দৃষ্টির বহির্ভূত ছিলনা। যদি সরফরাজের রাজত্বকালে তাহারা বাঙ্গলায় উপস্থিত হইতেন, তাহা হইলে সমগ্র বঙ্গদেশের যে কি শোচনীয় অবস্থা ঘটিত, তাহা ভাবিতে গেলেও হৃৎকম্প উপস্থিত হয়। বঙ্গবসিগণের পরম সৌভাগ্য যে মহারাষ্ট্ৰীয়ের আলিবর্দীর সহিত যুদ্ধে প্রবৃত্ত হইয়াছিলেন । ফলতঃ সরফরাজ ষে রাজ্যশাসনে সম্পূর্ণ অনুপযুক্ত ছিলেন, তাহাতে আর সন্দেহ নাই । তিনি উপযুক্ত কৰ্ম্মচারিগণকে অবমানিত করিয়া আরও অরাজকতার বৃদ্ধি করিয়াছিলেন। সরফরাজ স্বীয় মাতামহ মুর্শিদকুলী খাঁর ন্যায় ধৰ্ম্মপালনের চেষ্টা করিতেন, কিন্তু তাহ বাহিক অনুষ্ঠানেই পর্য্যবসিত হইত। ধৰ্ম্মের গূঢ় উদ্দেশ্য পালন করা তাহার দ্যায় সংকীর্ণহৃদয় ব্যক্তি পারিয়া উঠিতেন না। তিনি কেবল কোরানশ্রবণকেই ধৰ্ম্ম জ্ঞান করিতেন, কিন্তু কখনও তাহার উপদেশপালনে চেষ্টা করিয়াছিলেন কিনা সন্দেহ। তাহার পিতার দাক্ষিণ্যে ও সুবিচারে মুর্শিদাবাদের ইতিহাস অলঙ্কত হইয়াছে, কিন্তু তাহার অকৰ্ম্মণ্যতাই তাহাকে ঘোরতর কালিমামণ্ডিত করিয়া দিয়াছে। পিতার কোন প্রকার সদগণ তিনি অনুকরণ করিতে পারেন নাই। কেবল তাহার বিলাসিতাদোষটা সম্পূর্ণ রূপে প্রাপ্ত হইয়াছিলেন। যেই খানে সুন্দরী রমণী থাকিত, সরফরাজের কর্ণগোচর হইবামাত্র যে কোন উপায়ে হউক, সে আনীত হইয়া তৎক্ষণাৎ নবাবের অন্তঃপুরবাসিনী হইত। কথিত আছে যে, তাহার অন্তঃপুরে সাৰ্দ্ধ সহস্র রমণী অবস্থান করিত। নবাব তাহাদিগের

  • Mutakherin vol 1. P. ვნ9