পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ অধ্যায় । وخ e جه অঙ্গরাবিনিন্দিত রূপসাগরে আপনার মনঃপ্রাণ নিমগ্ন করিয়া স্বর্ণসুখ অনুভব করিতেন। তাহাদিগের সহিত কখন প্রমোদ-উদ্যানে বিহার, কখনও বা বিমল চন্ত্রিকাবিধৌত ভাগীরথীবক্ষে ময়ূরপজীআরোহণে ভ্রমণ, কখনও বা বিশাল অন্তঃপুরপ্রাঙ্গণে নানা প্রকার পরিহাস করিয়া সময় অতিবাহিত করিতেন । যিনি সাৰ্দ্ধ সহস্ৰ রমণীর মনোরঞ্জনে প্রয়াস পাইতেন, রাজ্যশাসনে সময় পাইয়া উঠা র্তাহার পক্ষে যে অতীব দুর্ঘট ছিল, তাহা আনায়াসেই উপলব্ধি হয় । রমণীদিগের নিবেদনআবেদন এবং তাহাই রক্ষা করা তাহার পক্ষে প্রজাপালন বলিয়া বোধ হইত। বিলাসিত ও আড়ম্বরপূর্ণত র্তাহার জীবনের এক মাত্র উদ্দেশ্য ছিল। রমণীর রূপমূধাপানের জন্য সৰ্ব্বদাই তাহার চিত্ত ধাবিত হইত। এই ভীষণ প্রবৃত্তির বশবৰ্ত্তী হইয়া তিনি জগৎশেঠের গৃহলক্ষ্মীকে যেরূপে স্বীয় ভবনে আনয়ন করিয়াছিলেন, তাহ পূৰ্ব্বেই উক্ত হইয়াছে। ফলত চাহার ন্যায় বিলাসী ও অকৰ্ম্মণ্য নবাব যে বাঙ্গল, বিহার, উড়িষ্যা প্রদেশত্রয়ের শাসনভার পরিচালনে সম্পূর্ণ অক্ষম, তাহাতে সন্দেহ নাই। তাহার গুণের মধ্যে তিনি কখনও প্রজাদিগের উপর অত্যাচার করেন নাই। তাহাদিগকে উৎপীড়িত করিতে তিনি চেষ্টা করিতেন না, এবং যদিও ঘোরতর ইন্দ্রিয়পরায়ণতাদোষে দূষিত ছিলেন, তথাপি মদ্যপান করিয়া কখন প্রাক্কত জনের স্থায় নিজের গৌরব নষ্ট করেন নাই। • গিরিয়ার যুদ্ধক্ষেত্রে স্বয়ং উপস্থিত হইয়া তিনি সাহসিকতার পরিচয়ও দিয়াছিলেন। মুর্শিদাবাদের

  • Stewart P. 271. काझ्Iब्र७ काशीब्र७ अप्ठ उिनि भणPifप्रैौ७ fstaa i (Holwell's Historical Events pt. I Chapt. II P. 73.)