পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ty মুর্শিদাবাদের ইতিহাস । হয়, তাহাতে ইংরাজের পিছু হটিয়া ত্রিচিন্নাপল্লীতে আশ্রয় গ্রহণ করেন । অবশেষে চাঁদ সাহেব ও ফরাসীরা মহম্মদ আলিকে কর্ণাট হইতে দূরীভূত করিয়া দেন। ইংরাজের মহম্মদ আলির সাহায্যের জন্ত নানাবিধ চেষ্টা করিতে প্রবৃত্ত হন । বৎকালে চাদ সাহেব ত্রিচিন্নাপল্লী আক্রমণে ব্যস্ত ছিলেন, সেই সময়ে কাপ্তেন ক্লাইব মান্দ্রাজের শাসনকর্তার অনুমতিক্রমে চাদ সাহেবের রাজধানী আর্কট আক্রমণে গমন করেন। তিনি বজ্রাঘাত, ঝঙ্কাবাত উপেক্ষা করিয়া বীরদপে ১৭৫১ খৃষ্টাব্দের ১লা সেপ্টেস্বর আর্কট দুর্গ অধিকার করিয়া বসেন। চাদ সাহেব তাহার পুত্র রাজা সাহেবকে কতকগুলি সৈন্তসহিত আর্কট পুনরুদ্ধারের জন্ত পাঠাইয়া দেন । রাজা সাহেব পণ্ডিচেরী হইতে কতিপয় ফরাসীর সহিত আর্কটের নিকটে উপস্থিত হইলে ক্লাইব এক দল মহারাষ্ট্ৰীয়ের সাহায্যে তাহাদিগকে বিতাড়িত করিয়া অবশেষে পরাজিত করেন । এইরূপে পঞ্চাশ দিন আক্রমণের পর আর্কটদুর্গ সম্পূর্ণরূপে ইংরাজদিগের হস্তগত হয়। ইহার পর ১৭৫২ খৃষ্টাব্দে রাজা সাহেব ও ফরাসীগণ ক্লাইবকর্তৃক কাত্ৰীপাক নামক স্থানে পরাজিত হন। এ দিকে মহম্মদ আলি চাদ সাহেবের ভয়ে ভীত হইয়া মহীশূর ও তাঞ্জেীররাজের সাহায্য প্রার্থন করেন। সেই সময়ে মেজর লরেন্স ইংলণ্ড হইতে প্রত্যাগত হইয়া মহম্মদ আলির সাহায্যার্থে প্রেরিত হন। চাদ সাহেব ও ফরাসীগণ সম্পূর্ণরূপে পরাজিত হইলে ফরাসীসেনাপতি ডাউতে উইল বন্দী ও চাদ সাহেব তাঞ্জেীরসেনাপতির হস্তে পতিত হইয় নির্দয়ৰূপে নিহত হন। মহীশূরসৈন্ত ও মহারাষ্ট্ৰীয়েরা ত্রিচিন্নাপল্লী অধিকার করিয়া বসে। ইংরাজদিগের অনেক চেষ্টা সত্বেও