পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতরণিক । 8> তাহার ত্রিচিন্নাপল্লী পরিত্যাগ করে নাই । ইহার পর ইংরাজ ও ফরাসীদিগের মধ্যে পূর্ণ মাত্রায় বিবাদ চলিতে থাকে। মেজর লরেন্স ফরাসীদিগকে বাহুর নামক স্থানে সম্পূর্ণরূপে পরাস্ত করেন। অনেক দিন ব্যাপিয়া যুদ্ধ চলিয়াছিল। অবশেষে ১৭৫৪ খৃষ্টাব্দে উভয় পক্ষের মধ্যে সন্ধি স্থাপিত হয়। মহম্মদ আলি কর্ণাটের নবাবী প্রাপ্ত হন। ফরাসী সেনাপতি বুদী সুবাদার সলাবৎজঙ্গের পরামর্শদাতারূপে র্তাহার নিকটে ছিলেন । নিজামের জ্যেষ্ঠ পুত্র গাজীউদ্দীন মহারাষ্ট্রীয়দিগের সাহায্যে সলাবৎজঙ্গ ও বুসকে আক্রমণ করিবার জন্ত দিল্লী হইতে দাক্ষিণাত্যে আগমন করেন । কিন্তু সহসা তাহীর মৃত্যু হওয়ায় মহারাষ্ট্ৰীয়ের যুদ্ধ চালাইতে থাকে, অবশেষে উভয় পক্ষের মধ্যে সন্ধি স্থাপিত হয়। বুদী সুবাদারের নিকট হইতে ফরাসীদিগের জন্ত সমগ্র উত্তর সরকার প্রাপ্ত হন, এবং তাঁহাতে ফরাসীদিগকে করমণ্ডল উপকুলে অত্যন্ত ক্ষমতাশালী করিয়া তুলে । ১৭৫৪ খৃষ্টাব্দের অক্টোবর মাসে ডিউপ্লে ইউরোপ যাত্রা করিলে বুদী ফরাসীদিগের মধ্যে প্রাধান্ত লাভ করেন । তিনি সলাবৎজঙ্গের সহিত দাক্ষিণাত্যবিজয়ে প্রবৃত্ত হন। ১৭৫৬ খৃষ্টাব্দে ইংলণ্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ উপস্থিত হওয়ায়, লালী নামক জনৈক ফরাসী সেনাপতি ভারতবর্ষে আগমন করেন, এবং ভারতবর্ষেও ইংরাজ ও ফরাসীদিগের মধ্যে ঘোরতর যুদ্ধ উপস্থিত হয়। বুদী ও লালী উভয়ে মিলিত হইয়। ইংরাজদিগের সহিত বিবাদ করিতে প্রবৃত্ত হন। ১৭৫৮ খৃষ্টাব্দে লালী ফোর্ট সেণ্ট ডেভিড় দুর্গ ও আর্কটপ্রভৃতি অধিকার করিয়া মান্দ্রাজ আক্রমণ করেন। এই সময়ে বোম্বাই হইতে আডমিরাল পোকরের অধীন কতকগুলি १