পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২৮ মুর্শিদাবাদের ইতিহাস । খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে যে দুই জন বৈষ্ণব মহাপুরুষ নরহরিদাস ও ভক্তি বৈষ্ণব সমাজে ও বঙ্গসাহিত্যে অক্ষয় কীৰ্ত্তি স্বল্পকির প্রভৃতি । রাখিয়া গিয়াছেন, তাহদের এক জনের নাম নরহরিদাস ও দ্বিতীয়ের নাম সুপ্রসিদ্ধ রাধামোহন ঠাকুর। প্রথমে আমরা নরহরির বিষয়ই উল্লেখ করিতেছি। নরহরি মুর্শিদাবাদের বর্তমান জঙ্গীপুর উপবিভাগের অন্তর্গত ভাগীরথীতীরস্থ পানিশালানশীপুরনামক গ্রামের নিকট রেয়াপুরে ব্রাহ্মণবংশে জন্ম গ্রহণ করেন। তাহার পিতার নাম জগন্নাথ। জগন্নাথ গৃহী হইয়াও বৈরাগ্য অবলম্বন করিয়াছিলেন। সুবিখ্যাত বিশ্বনাথ চক্ৰবৰ্ত্তীর নিকট জগন্নাথ দীক্ষিত হন। গুরুর ইচ্ছায় ও লক্ষ্মণদাস নামে নিত্যানন্দবংশের শিষ্য জনৈক বৈষ্ণবের চেষ্টায় জগন্নাথ কিছু দিন গৃহে অবস্থান করিয়াছিলেন। তৎপরে তিনি পুনরায় বৈরাগ্য অবলম্বন করেন। জগন্নাথের গৃহে অবস্থানকালে নরহরির জন্ম হয় । খৃষ্টীয় সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে নরহরির জন্ম হইয়াছিল। তাহার আর এক নাম বনস্তাম । তাহার জন্মের কয়েক বৎসর <義 **निझ vद्वि6घ्न लिएड कणच्छl झग्न विप्न । - श्रूबिमि श्रृंत्रां ऊँौःश्व बlन जजिनि ॥ विश्वमांथ कक्वदउँौं.नरर्विद्ध दिथाछ । छैॉब्र लिवा cमांब्र निङ दि&थ छगन्नाथ ॥ नाजानि कि cश्छू tरण cथाब्र झरे नांब ।। नग्नहब्रिहण छांब्र झांणशमश्चjश ॥* - - (ভক্তিরত্নাকর ) “গৌড়দেশস্বরসরিভটে ধিনিৰtলঃ, বিপ্ৰকুলজাতস্কজনকজগন্নাথপ্রিয় tबकवाड नावपूजनवरजिषनछवि हडि यषिउः ।” - - গৌরচরিতচিন্তামণি ।