পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাদশ অধ্যায় । VN) সমস্ত বিষয় বর্ণিত হইয়াছে। তিনি বাহুল্য ভয়ে নরোত্তমবিলাসে । তৎসমুদ্ৰায়ের উল্লেখ করেন নাই। ভক্তিরত্নাকর হইতে ইহ আকারে অনেক ক্ষুদ্র। ইহাতে যদিও বাহুল্য ভাবে সংস্কৃত শাস্ত্রের ব্যুৎপত্তি দেখাইতে চেষ্টা করেন নাই, তথাপি ভক্তিরত্নাকর অপেক্ষ ইহার রচনা অনেক পরিমাণে স্কুললিত হইয়াছে, এবং ভক্তিরত্নাকর অপেক্ষ নরোত্তমবিলাসের রচনা শৃঙ্খলাবদ্ধ বলিয়া বোধ হয়। র্তাহার তৃতীয় গ্রন্থ গৌরচরিতচিন্তামণি ইহাতে মহাপ্রভুর চরিত বর্ণনা করিয়াছেন। গৌরচরিত্রসম্বন্ধে যে সমস্ত প্রসিদ্ধ গ্রন্থ আছে, তাহ অপেক্ষা ইহা উৎকৃষ্ট না হওয়ায় গৌরচরিতচিন্তামণির সেরূপ আদর নাই। এই গ্রন্থে নবদ্বীপের সৌন্দর্য্যের যারপরনাই প্রশংসা করা হইয়াছে। গৌরচরিতচিন্তামণি হইতে তৎকালীন নবদ্বীপবালীদিগের আচার ব্যবহারের অনেক পরিচয় পাওয়া যায়। র্তাহার নবদ্বীপে অবস্থানকালে উক্ত গ্রন্থ রচিত হইয়াছিল। * গৌরচরিতচিন্তামণি সম্ভবতঃ ভক্তিরত্নাকরের পূৰ্ব্বে লিখিত হইয়া থাকিবে। তাছার চতুর্থ গ্রন্থ গীতচন্দ্রাদয়, ইহা শেষ জীবনের গ্রন্থ বলিয়া বোধ হয়, কারণ, উক্ত গ্রন্থে তিনি গ্রন্থ খানি জীবদ্দশায় শেষ করিয়া যাইতে পারবেন কিনা বলিয়া বারংবার আশঙ্কা করিয়াছেন। এই গ্রন্থে তাহার কবিত্বশক্তি প্রস্ফটিত হইয়া উঠিয়াছে। শাস্ত্রের পাণ্ডিত্য যখন শেষ জীবনে ভক্তির উচ্ছাসে"ভিভূত হইয় পড়িয়ছিল, তখনই গীতচক্ৰোয়ের কৃষ্টি হইয়াছিল বলিয়া জাম, যাইতেছে। গীতচন্দ্রাদয়ে তিনি কবিত্বের যথেষ্ট পরিচয় দিয়াছেন।

  • “মরহরি ভ৭ অনুপম নীয়পুর মাৰে ।" -

. oऔब्रकृब्रिड फ़िछांमनि ।