পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Si è মুর্শিদাবাদের ইতিহাস । ব্রিটিশ জাহাজ সাম্রাজে উপস্থিত হয়, এবং ফরাসী ও ইংরাজের মধ্যে জলযুদ্ধ চলিতে থাকে। তাহার পর ১৭৬০ খৃষ্টাব্দের জামুয়ারি মাসে বুদীবাসের সংগ্রামে ফরাসীরা ইংরাজকর্তৃক সম্পূর্ণ রূপে পরাজিত হয়। এই যুদ্ধে কর্ণেল ফুট অত্যন্ত বীরত্ব প্রদর্শন করিয়াছিলেন । ইংরাজের আর্কট অধিকারের গর পণ্ডিচেরী তীক্রমণ করিলে, পণ্ডিচেরীবাসিগণ র্তাহীদের বশুত স্বীকার করে। ইহার পর হইতে ফরাসীরা ভারতবর্ষে হতবীৰ্য্য হইতে তারন্ধ হয়, এবং ইংরাজেরা ক্রমে ক্রমে সমগ্র ভারতের একেশ্বর হইয় উঠেন। এক্ষণে চন্দননগর, পণ্ডিচেরী শুভূতি কয়েকট মাত্র নগর ফরাসীদিগের অধিকারে আছে । কিন্তু ইংরাজেরা আসমুদ্র হিমালয়ের সমাটরুপে সৰ্ব্বত্র পূজিত হইতেছেন। বাঙ্গল, বিহার ও উড়িষ্যা অষ্টাদশ শতাব্দীতে বাঙ্গলার সুবাদারের অধীন ছিল, বিহার কোন কোন সময়ে বাঙ্গলt. স্বতন্ত্র স্ববাদারের অধীন থাকিত । বাঙ্গলীর সুবাদারের বিহার ও অধীন, বিহার ও উড়িষায় দুই জন নায়েব সুবাদার উড়িষ্য । গিযুক্ত হইতেন । সাধারণতঃ পাটনা ও কটক উক্ত প্রদেশদ্বরের রাজধানী ছিল । নবাব আলিবর্দি খার রাজত্বের শেষ ভাগে উড়িষ্যা মহারাষ্ট্রীয়দিগের অধিকারভুক্ত হয়। অষ্টাদশ শতাব্দীর প্রথম হইতে মুর্শিদাবাদ বাঙ্গলার সুবাদারের রাজধানী হইয়া উঠে। অষ্টাদশ শতাব্দীতে বাঙ্গল, বিহার, উড়িষ্যায় বে সমস্ত রাজনৈতিক ব্যাপার সংঘটিত হইয়াছিল, মুর্শিদাবাদের ইতিহাসে তৎসমস্তই প্রদত্ত হইবে বলিয়া এক্ষণে তাহাদের স্বতন্ত্র উল্লেখ পরিত্যক্ত হইল ।