পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ98Հ মুর্শিদাবাদের ইতিহাস। একটী বিস্তৃত্ত প্রদেশের অধীশ্বর হইয়া মোগলদিগের সহিত প্রতিদ্বন্দ্বিতায় প্রবৃত্ত হইতে পারিতেন সে বিষয়ে সন্দেহ ছিল না । কিন্তু মুর্শিদকুলী খার চেষ্টায় তাহারা তাহাতে কৃতকার্ষ্য হইতে পারেন নাই। ওলন্দাজ ফরাসী ও অন্তান্ত ইউরোপীয় বণিকৃগণ আপনাপন বাণিজ্য এক রূপ নিৰ্ব্বিঘ্নে পরিচালন করিতেন, কিন্তু ক্রমে ইংরাজদিগের সহিত প্রতিদ্বন্দ্বিতায় তাহারা অবশেষে অষ্টাদশ শতাব্দীর মধ্য ও শেষ ভাগে একেবারে হতবল হইয় পড়েন, ও কেহ কেহ বাঙ্গলা পরিত্যগ করিতেও বাধ্য হন । ইউরোপীয় বণিকৃগণ ব্যতীত, আৰ্ম্মেনীয়, মোগল প্রভৃতি বৈদেশিক সওদাগর ও দেশীয় ব্যবসায়ীরাও সরকার হইতে উৎসাহ প্রাপ্ত হইতেন। মুর্শিদকুলী খাঁর সময়ে রাজকাৰ্য্যে মুসলমান কৰ্ম্মচারিগণই প্রাধান্ত বিস্তার করিতেন। যদিও তাহার সময়ে উপযুক্ত হিন্দু কৰ্ম্মচারিগণ রাজকাৰ্য্যপ্রাপ্তি হইতে বঞ্চিত হইতেন না, তথাপি মুসলমান কৰ্ম্মচারিগণের প্রতিই তাহার সুদৃষ্টি ছিল। এই সময়ে অনেক বাঙ্গালী আমীনাদি কাৰ্য্য প্রাপ্ত হইয়া ধীরে ধীরে সরকারের নিকট বাঙ্গালী জাতিকে কাৰ্য্যদক্ষ বলিয়া প্রতিপন্ন করিতে আরম্ভ করেন, এবং অষ্টাদশ শতাব্দীর মধ্য ভাগে নবাব আলিবর্দী খার রাজত্বসময়ে আমরা দেখিতে পাই যে, বাঙ্গালীগণ অনেক বিভাগের কৰ্ত্ত এমন কি সেনাপতি ও কোন কোন প্রদেশের সহকারী শাসনকর্তাও হইয়া উঠিয়াছেন। মুর্শিদকুলী খাঁর সময়ে বাঙ্গালীর রাজপুরুষদিগের মধ্যে গণ্য হইতে আরম্ভ হইলেও, সে সময়ে র্তাহীদের সেরূপ ক্ষমতা বিস্তৃত হয় নাই। নবাব সুজা উদ্দীন হিন্দু ও বাঙ্গালীদিগকে ক্রমে উচ্চ পদ প্রদান করিতে প্রয়াসী হন, এবং তাছার পথ অনুসরণ করিয়া নবাব আলিবর্দী খ পরিশেষে