পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

खfप्ां उपशृङ् ि। や8○ ব্রাহ্মণপণ্ডিত ছিলেন ; তাহারা দ্যায়, স্মৃতি, ভক্তি, কাব্য, অলঙ্কার, ব্যাকরণ প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন ও অধ্যাপনা করিতেন, কেহ কেহ পৌরহিত্যাদি করিতেন, অনেকে গুরুপদবাচ্যও ছিলেন। বৈষ্ণবদিগের মধ্যে ব্রাহ্মণেতর কোন কোন জাতিও গুরু হইতেন । এতদ্ব্যতীত ব্রাহ্মণগণের অনেকে সরকারী ও বেসরকারী চাকরীর ও কেহ কেহ ব্ৰহ্মোত্তর বা জোতজমাদির দ্বারা জীবিক নিৰ্ব্বাহ করিতেন। কায়স্থের সাধারণতঃ চাকরী করিতেন, এবং অনেকে জমীজমা লইয়াও ব্যাপৃত থাকিতেন। বৈদ্যেরা সাধারণতঃ চিকিৎসাব্যবসায়ী ছিলেন। অন্যান্ত জাতির স্ব স্ব জাতীয় ব্যবসায়ে লিপ্ত থাকিত এবং কেহ কেহ দাস্যবৃত্তিও করিত। মুসন্মানগণের মধ্যে . সৈয়দ, পাঠান, মোগল, সেথ ব্যতীত অসংখ্য নিয়শ্রেণীরও উল্লেখ দেখা যাইত। উচ্চ শ্রেণীর মুসলমানের রাজকাৰ্য্যে নিযুক্ত হইয়া উচ্চ পদ প্রাপ্ত হইতেন। অনেকে সৈনিক বিভাগেও প্রবেশ করিতেন, এবং কেহ কেহ জমীজমাতেও লিপ্ত থাকিতেন, নিম্ন শ্রেণীর মুসলমানের কৃষি ও নানা প্রকার শিল্প কাৰ্য্য করিত। তৎকালে বাঙ্গালী ভদ্র গৃহস্থ দিগের বাটতে তিন চারি খানি ঘর ও মধ্যে আদিনা ছিল। বাটীর চারি দিকে প্রাচীর বা বেড়ার দ্বারা বেষ্টিত থাকিত। ঘরে গবাক্ষ ও দ্বার এবং সদর ও খিড়কীর দুইটী দ্বার ছিল। সদর দ্বারের পার্শ্বে এক খানি চণ্ডীমণ্ডপ থাকিত। বৈকালে মেয়ের আঙ্গিনায় বসিয়া স্থত কাটতেন ও গল্প করিতেন । শাশুড়ী বধূদিগকে বড় ভাল বাসিতেন, কিন্তু ননদের সহিত তাহদের শত্রুত ঘটত। বন্ধুর কলসী লইয়া নদী বা পুষ্করিণী হইতে জল আনিতেন ও রন্ধন করিতেন। রাজামহারাজের গৃহের গৃহিণী ও বধূরাও রন্ধন করিতে কুষ্ঠিত হইতেন না। পুরুষের কেহ কেহ চাকরী করিতে বিদেশে যাইতেন।