পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

((ჯ8× মুর্শিদাবাদের ইতিহাস । , পুরুষেরা কপালে চন্দন ও তিলক পরিতেন, ও চাচর কেশে ফুলের মালা বাধিতেন। র্তাহারা গ্রীষ্ম কালে ধুতি ও দেবেজ বা এক পট্ট, শীতকালে কেহ বেনিয়ান মেৰ্জাই, টুপী ও উষ্ণৗষ পারিতেন, মধ্যবিত্ত প্রবীণগণ বনাত, রেজাই, হামাম, তরুণ বয়স্কের দোলাই এবং ধনী ও সন্ত্রাস্তজনগণ শাল, রুমাল জামিয়ার ব্যবহার করিতেন। দরবারে যাওয়ার সময় কৰ্ম্মচারী ও রাজামহারাজগণ চাপকান, আচক্কান, পাগড়ী প্রভৃতিও ব্যবহার করিতেন ও নাগরা জুতা পায়ে পৱিতেন। স্ত্রীলোকের কপালে সিন্দুর ও চক্ষুতে কজ্জল দিতেন। তদ্ভিন্ন গোরচনা ও চন্দনের বিন্দুও পরিতেন। তাহারা চুলের অলকা বেণী ও খোপা বাধিতেন,কপালে সিথি; গলায় কণ্ঠমাল, সাত লহর বা পাঁচ লহর; নাকে বেশর ও নর্থ ; কাণে কুণ্ডল; হাতে চুড়ি, কঙ্কন, তাঙ্ক, বাজুবন্দ, শাখা ; কটিদেশে কিন্ধনী বা চন্দ্রহার ; পায়ে গোটামল, পাতমল ও পাগুলি প্রভৃতি অলঙ্কার ব্যবহার করিতেন। মধ্যবিত্ত গৃহস্থের মেয়ের দুই চারি খানি স্বর্ণ অলঙ্কার পরিতেন, তাহাদেয় অধিকাংশ অলঙ্কারই রজতনিৰ্ম্মিত ছিল। ধনীগৃহের রমণীর অধিক পরিমাণে স্বর্ণালঙ্কারই ব্যবহার করিতেন। স্ত্রীলোকের সাধারণতঃ কাপসি শাট পরিতেন, তাহাদের সাধারণ শাট ঘন হইত। পাতল শটের তখনও আদর হয় নাই। কোন কোন সময়ে তাহার বালুচরী বা বারাণসী রেশমী বস্ত্র ও কাচুলী ব্যবহার করিতেন। রাজামহারাজঘরণীয় কখনও কখনও খাগর, ওড়না প্রভৃতি হিন্দুস্থানী পোষাকও পরিতেন। ছোট ছোট মেয়ের দুট, অটল ৰাষ্ট্রল, গুঙ্কুলের বিবাহ কৰিম রন্ধন প্রভৃতি খেলা করিত। ছেলের দৌড় দৌড়ি, কেহ কেহ কুস্তি প্রভৃতিও করিত। জাঙ্কক","ঞ্জaছুক্ষাকরণ, বিৱাহ প্রভৃতি সংস্কার রীতিমত