পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায়। --ళ్ల)> প্রাচীন মুর্শিদাবাদ-হিন্দু ও বৌদ্ধ কাল। খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে, অর্থাৎ যে সময়ে মোগল গৌরবচন্দ্রনা ধীরে ধীরে অস্তোন্মুখ হইতেছিল, এবং মুর্শিদাবামহারাষ্ট্রীয়, ইংরাজ ও ফরাসী প্রতাপালোকে ভারতবর্ষ দের প্রকৃষ্ঠ উদ্ভাসিত হইয়া উঠিতেছিল, সেই সময় হইতে মুর্শিদা- এতিয়বাদের প্রকৃত ইতিহাস অবগত হওয়া যায়। মুর্শিদকুলি " " খ। বাঙ্গলারাজ্যের দেওয়ালের পদে নিযুক্ত হইয়া, উক্ত প্রদেশের তদানীন্তন রাজধানী ঢাকা বা জাহাঙ্গীরনগরে উপস্থিত হন, পরে তথা হইতে প্রসন্নসলিলা ভাগীরথীর তীরবর্তী মখমুসাবাদ বা মখমুদাবাদে আপনার আবাস স্থান স্থাপন করেন। উক্ত মখমুদাবাদ ক্রমে বাঙ্গলার রাজধানী হইয়া মুর্শিদকুলির নামানুসারে মুর্শিদাবাদ হইয় উঠে, ও ক্রমে ক্রমে প্রসিদ্ধি লাভ করিতে আরম্ভ করে। তদবধি মুর্শিদাবাদের প্রকৃত ইতিহাস আরন্ধ হয়। অষ্টাদশ শতাব্দীর বাঙ্গলার রাজধানী হওয়ায়, মুর্শিদাবাদের ইতিহাসের সহিত সমগ্র বঙ্গরাজ্যের ইতিবৃত্ত বিজড়িত ইষ্টয়া জগতের সমক্ষে তাহাকে গৌরবময় করিয়া তুলে। মুর্শিদাবাদের উক্ত প্রকৃত ইতিহাস প্রদান করার পূৰ্ব্বে আমরা একবার তাহার প্রাচীন সময়ের বিবরণাবলী আলোচনা করিতে চেষ্ট্র করিব। -