পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ෆ পরিশিষ্ট। লঙ্কাহার এই দুই তরফের আমেজে আমাদিগের পৈতৃক নিজ খনিত খড়সমেত খান রাড়ী ও গোহাল বাজী মায় আমলা আছে । পিতামহ ঠাকুর ঘনশুমে রায় মহাশয় পরগণে গণকর ওগরহ চারি পরগণার জমিদারী বহীতে বহালদৌলতে ৮গঙ্গাবাস কারণ করিয়াছিল। বাড়ীর চোগিদে গড় খনিত করিয়া পিতাঠাকুর উৎসর্গ আপুনি করিয়াছেন । গড় খোদাইতে কচ্চাবাড়ী বাশ ও গড়প্রতিষ্ঠা গয়রহতে ৮০০০ মাট সহস্র টাকা খরচ পত্র সকল নিজ সরকারে। বাড়ী মজকুরে থাকিয়া প্রত্যহ yগঙ্গাস্নান ব্রাহ্মণভোজন পুরাণশ্রবণ এই সকল কাৰ্য্য পরকালের করিতেন। গভুবাড়ীর জন্ম লাল উয়েনারায়ণ রায় মহাশয়ের দত্ত ব্রহ্মোত্তর । তাহার বিবরণ যে কালে পিতামহী ঠাকুরাণী অন্তিম কালে ৮গঙ্গাতীরে লঙ্কাহারে পাচু মণ্ডল নামে পুড়া জাতি চাষার বাড়ীতে বাস করিয়া থাকেন। তাহাতে সাহেবরায় মহাশয় আপন মাতা ঠাকুরাণীর সহিত বড়নগল্প হইতে আপন মাতামহীকে দেখিতে আসিয়াছিল । তাহাতে অনেক লোকের জনতা স্থানাভাবে ছয়খ হইল। তাহতে প্রসঙ্গ ক্ৰষে আপন মাতামহকে কছিলেন মহাশয়ের শেষকাল গঙ্গাতীরে একখানি বাড়ী করিতে হয়, অভাব কি? তাহাতে পিতামহ ঠাকুর কইলেন আমার সে মনস্থ আছে কিন্তু আমার নিজ তালুকের তোম এথাতে নাই। সকল আপনকার থাস তালুক, তাহাতে কইলেন আমার তালুক মহাশয়ের নয় ? সকলি মহাশয়ের যে স্থান মন্তত করেন সেইখানে দেওয়া যায়। তারপর আপনে সকল সমেত ঘোড়ায় সওয়ারী করি খাড়া হইল। ঠিকানা জীপুর নামে বরজ ছিল উচ্চস্থান স্ট্রি সেই স্থান অন্তৰ করিলেন গঙ্গাতীর হইতে ১৫• দেক্কু"।