পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজারাম শৰ্ম্মার ভাষোত্তর । Y > দিয়া পর দিবস বড়নগর গেল। তারপর গড় খনিত ও বাড়ী প্রস্তুত হইলে গড়প্রতিষ্ঠার কালে ৮ঠাকুর বড়নগর মোকামে কর্তা উদয় নারায়ণ রায় মহাশয়কে সংবাদ জ্ঞাত করিলা । ৬/গঙ্গাতীরে লঙ্কাহার গ্রাম সমীপে নাতি একখানি বাড়ী দিয়া আসিয়াছেন। তাহাতে একখানি ধৰ্ম্ম কৰ্ম্ম করা উপস্থিত হইয়াছে। বাড়ীর চোগিদে গড়খনিত হইয়াছে তাহ প্রতিষ্ঠা করিতে হবেক। ভৌম মহাশয়ের আত্ম স্বত্ত্ব উপাদান পরস্বত্ত্ব ত্যাগ, ইহ নহিলে দান উৎসর্গের অধিকার হয় না। তাহ শুনিয়া কহিলেন জামাতা দৌহিত্র ইহার দ্রব্যে মহাশয়ের অধিকার নাই। ঠাকুরাণ আজ্ঞা হইতেছে। তাহাতে কইলেন কেবল বাস করা হইলে যে আজ্ঞা করিতেছেন সেই প্রমাণ, কিন্তু ধৰ্ম্ম কৰ্ম্ম করাতে এমত নহিলে চিত্ত প্রসন্ন হয় না । অতএব বাড়ীর প্রকৃত মূল্য লইয়া খরিদগি দিন। তাহাতে কহিলেন এমত বিষয় মহাশয়ের সহিত অনুচিত। সে বাষ্ট্ৰী মহাশয়ের খনিত গড় সমেত চতুঃসীমা সাবদে আমি আপন সত্তা ত্যাগ করিয়া দিল। মহাশয়ের সত্তা হইল। যে বাসনা হয় তাহ করুনগা। ১১১৫ । পরে বড়নগর হইতে পিতামহ ঠাকুর আসিয়া গড় প্রতিষ্ঠা করিলেন। আপন জামাতা স্থানে প্রতিগ্রহ করিয়া লইয়াছেন। এক দফা পৈীকির এই বিবরণ মহাশয়ের ৮স্বরূপবিচার করবেন। প্রযুক্ত জগন্নাথ চাটা ভাষাতে লিখিয়েছেন আমার মাতামহ খামমৃদর রায় একখানি বাকী করিয়া গড় খোদাইয়াছিল তাহা আপন পিতাকে দির উৎসর্গ করিয়াছেন। পিতার ধান ঐশ্বর্ঘ্যে এবং জমিদারী আদিতে উপভৈ ছিল। তাহতে পুত্ৰ কৰ্ত্ত ছিল কি পিতা গৃহস্থ ব্ৰাহ্মণ ছিল। পুত্রটা উপযুক্ত হইয়া তালুক চৌধুরাই ধন উপার্জন করিয়া পিতার তরণ এবং ধৰ্ম্ম কৰ্ম্ম করাইভেন ইহাতে বুঝায় পুত্রের