পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । గ్రి రి ঐ সকল রাজ্যের কোন স্থানে অবস্থিত ছিল, তাহাই প্রথমতঃ আলোচ্য বিষয় । উক্ত বিষয় স্থির করিতে হইলে প্রথমতঃ গঙ্গা ও ভাগীরথীর অবস্থান সম্বন্ধে একটু আলোচনা করার প্রয়োজন হয়। উপরোক্ত অঙ্গ, পুণ্ড, বঙ্গ প্রভৃতিকে তত্তৎদেশবাসী বুঝাইতেছে। অঙ্গের নামকরণসম্বন্ধে রামায়ণে রামের প্রতি বিশ্বামিত্রের উক্তিতে এই রূপ লিখিত আছে যে, মহাদেবের ক্রোধপূর্ণ দৃষ্টিপাতে যে স্থানে কলাপের অঙ্গ প্রতঙ্গ সমুদার শ্বলিত ও ভস্মীভূত হইয়া যায়, সেই স্থানের নাম অঙ্গ হইয়াছে, এবং তদবধি কমাপের নামও অনঙ্গ হয়। “তত্ৰ গাত্ৰং হৃতং তস্ত নিদগ্ধস্ত মহাত্মনী । অশরীর কৃতঃ কামঃ ক্রোধাদেবেশ্বরেণ হ । অনঙ্গ ইতি বিখ্যাতন্তদা প্রভৃতি রাঘব ! । স চাঙ্গবিষয়ঃ শ্ৰীমান যত্রাঙ্গং স মুমোচ হ ।” রাঃ বালকাও ২৩শ স । দশরথের বন্ধু রাজা লোমপাদ অঙ্গদশের অধিপতি ছিলেন। বঙ্গের উৎপত্তি সম্বন্ধে কোন কথা না থাকিলেও রামায়ণে তাহার উল্লেখ দেখা যায় । রামের রাজ্যাভিষেক শুনিয়া কৈকেয়ী অভিমানপূর্ণ হৃদয়ে অবস্থিতি করিলে, রাজা দশরথ তাহাকে সান্তন করিবার জন্ত বলিয়াছিলেন যে, দ্রাবিড়, সিন্ধু, দেবীর, সৌরাষ্ট্র, দক্ষিণাপথ, অঙ্গ, বঙ্গ, মগধ, মৎস্ত, কাশী ও কোশল এই সমুদায়ই আমার শাসনে রহিয়াছে। এই সমস্ত দেশে ধন, ধান্ত, পশু প্রভৃতি যা কিছু পদার্থ আছে, সমুদায়ই আমার। ইহাদের মধ্যে যাহা তোমার লইতে ইচ্ছা হয় প্রার্থনা কর । - “দ্রাখিড়াঃ সিন্ধুসেীবীরাঃ সৌরাষ্ট্র। দক্ষিণাপথাঃ । বঙ্গাঙ্গমাগধ৷ মৎস্তাঃ সমৃদ্ধাঃ কাশীকোশলাঃ ॥ তত্ৰ জাতং বহাবাং ধনধান্তমজীবিষ্ণমূ । ততোবৃণীয্য কৈকেয়ি ! যদ্যত্বং মনসেচ্ছসি ॥ झाँः शृणशांश्वा{कॉ७ ? ०भ न ।